শিয়ালদা ডিভিশনের দৈনিক যাত্রীদের জন্য পূর্ব রেল আনল বিশেষ সুখবর। যাত্রী সংখ্যা বৃদ্ধি, কলেজ–বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং চিকিৎসার কাজে কলকাতা আসা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন দুটি এসি লোকাল চালুর ঘোষণা করেছে পূর্ব রেল। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যাত্রা শুরু করবে এই নতুন পরিষেবাগুলি।
৪ ডিসেম্বর থেকে শিয়ালদাহ–কল্যাণী নতুন AC Local
পূর্ব রেল জানিয়েছে, ৪ ডিসেম্বর থেকে শিয়ালদাহ ও কল্যাণীর মধ্যে নতুন একটি এসি ইএমইউ লোকাল চালু করা হবে। এই ট্রেনটি সপ্তাহে সোমবার থেকে শনিবার পরিষেবা দেবে।
সময়সূচি নিম্নরূপ—
শিয়ালদাহ থেকে ছাড়বে: বিকেল ৩:৩৫
কল্যাণীতে পৌঁছাবে: ৪:৫২
কল্যাণী থেকে ফিরতি: বিকেল ৫:০২
শিয়ালদাহে পৌঁছাবে: সন্ধ্যা ৬:২০
রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন পরিষেবা বিশেষভাবে সুবিধা দেবে —
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের
কল্যাণী AIIMS–এ যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া রোগীদের
শহর ও শহরতলির অফিসগামীদের
৭ ডিসেম্বর থেকে শিয়ালদাহ–কৃষ্ণনগর রুটেও নতুন AC Local
এরপর আসছে আরও একটি চমক। ৭ ডিসেম্বর থেকে রবিবারে চলবে নতুন শিয়ালদাহ–কৃষ্ণনগর এসি লোকাল। অন্যান্য দিনের সময়সূচি থেকে এটি আলাদা।
রবিবারের সময়সূচি
শিয়ালদাহ থেকে ছাড়বে: সকাল ১১:৫৫
কৃষ্ণনগরে পৌঁছাবে: দুপুর ২:১১
ফিরতি ট্রেন ছাড়বে: বিকেল ৪:০৫
শিয়ালদাহে ফিরে আসবে: সন্ধ্যা ৬:২০
এই ট্রেনটি যেসব স্টেশনে থামবে
বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঞ্চরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট।
আরও পড়ুন
WhatsApp Web–এ বড় পরিবর্তন, বাধ্যতামূলক নতুন নিয়ম
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পরিষেবা যুক্ত হওয়ার ফলে এ রুটে এখন মোট ৩টি এসি লোকাল চলতে পারবে—যা যাত্রীদের আরামদায়ক, দ্রুত ও কম ভিড়যুক্ত যাতায়াত নিশ্চিত করবে।
আরও পড়ুন
মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী: গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় তীব্র বিতর্ক