নয়া ইতিহাস, ৭ মাসের অন্তঃসত্ত্বা তিরন্দাজের জোড়া পদক প্যারালিম্পিক্সে

20240903 221233 uFsGHokm4B

ইতিহাসের পাতায় এই প্রথম কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় প্যারালিম্পিক্সে পদক জিতেছেন। জোডি গ্রিনহ্যাম ব্রিটেনের বাসিন্দা,জানা গেছে জোডি সেই সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, এই অবস্থায় তিনি দুটি পদক পান, তার এই জয় যেনো লক্ষ লক্ষ মানুষের মনে দাগ কেটে গেছে।

জোডি গ্রিনহ্যামের বর্তমান বয়স ৩১ বছর, তিনি ব্রিটেনেরই ফিবি প্যাটারসন পাইনকে হারিয়ে পদক জেতেন।পাইনকে হারিয়ে ১৫৫-১৫১ স্কোর করে ব্রোঞ্জ যেতেন গ্রিনহ্যাম। জোডি আলাদাভাবে ব্রোঞ্জ জিতেছেন ঠিকই কিন্তু তাদের পুরো বিভাগ সহ তিনি সোনা পর্যন্ত জিতেছেন।

জোডি গ্রিনহ্যামের বাঁ হাতটি সাধারণ মানুষের মতো নয়, মানে তার ডোয়ারফিজম থাকায় বাঁ হাতটি অন্যদের তুলনায় বেশ অনেকটাই ছোটো। এমনকি তার বাঁ হাতটিকে মাত্র একটি আঙ্গুল রয়েছে তাও সেটা অসম্পূর্ণ। তার এত বড় একটি সমস্যা থাকা শর্তেও সে তার মনের জোরে এত বড়ো দুটি পদক জিততে পেরেছেন।

গ্রিনহ্যাম সর্বপ্রথম প্যারালিম্পিক্সে যোগদান করেন ২০১৬ সালে, বর্তমান হিসেবে দেখতে গেলে সেটির আটটি বছর পার হয়ে গেছে। এত বছর পরে আবারো তিনি প্যারালিম্পিক্সে যোগ দিলেন।জোডি বলেন, তার শরীরের সামনের দিকটা অনেকটা ভারী হয়ে যাওয়ায় তিনি খেলায় বেশ কিছু পরিবর্তন করেছেন, তিনি ভারসাম্য ঠিক রাখার জন্য শরীরের ওজন বৃদ্ধি করেছেন।

গ্রিনহ্যাম জানান তার পেটে যে সন্তান রয়েছে সেটা তিনি অনুভব করতে পারছেন। পেটের মধ্যে বাচ্চাটা যে নড়াচাড়া করছে সেটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। তিনি বলেন, তার এত বড় দিনে তার সন্তান সবসময় তার পাশে থাকছে এটি তার কাছে খুবই সৌভাগ্যের।জোডি বলেন, তিনি পরবর্তীতেও তার খেলাকে এভাবেই এগিয়ে নিয়ে যাবেন। তার এরূপ কথা শুনে এটাই বোঝা গেল, তিনি তার দায়িত্ব ও কর্তব্য কোন কিছু থেকেই পিছপা হতে নারাজ, অর্থাৎ তিনি একই সাথে খেলতেও চান আবার তার মা হওয়া টাকেও একইভাবে উপভোগ করতে চান।

আরও পড়ুন,
*Mayank Yadav: মায়াঙ্কের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস