বলিউড তারকাদের সরল মন্তব্যেই মাঝে মাঝে তৈরি হয় বিস্ফোরক পরিস্থিতি। ঠিক তেমনটাই ঘটল কাজল দেবগণ ও টুইঙ্কল খন্নার সাম্প্রতিক অনুষ্ঠান ঘিরে। এর আগেই কাজল জানিয়ে চমকে দিয়েছিলেন—দাম্পত্য জীবনের নাকি ‘এক্সপায়ারি ডেট’ থাকা উচিত! সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই উঠে এল আরও এক নতুন রহস্য—দুই অভিনেত্রীর ‘কমন’ প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ।

সম্প্রতি তাঁদের জনপ্রিয় সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন ভিকি কৌশল ও কৃতি সেনন। শোর একটি বিশেষ পর্বে কোনও একটি বিতর্কিত বিষয় ছুঁড়ে দেওয়া হয় অতিথিদের সামনে, আর তাঁরা জানাবেন তাতে সহমত কি না। সেই রাউন্ডের প্রশ্ন ছিল—“প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।”

কাজল ও টুইঙ্কল দু’জনেই একবাক্যে সম্মতি জানান। তাঁদের মতে, বন্ধুর অতীত সম্পর্কের প্রতি সম্মান দেখানো জরুরি। কিন্তু ভিকি ও কৃতি উল্টো মত পোষণ করেন। ভিকির যুক্তি—বন্ধু ও তাঁর প্রাক্তন যদি নিজেদের জীবনে এগিয়ে যান, সেখানে অন্য কারও নতুন সম্পর্কে বাধা কোথায়? যদি এ নিয়ে অস্বস্তি তৈরি হয়, তবে বোঝা যাবে তাঁদের মন থেকে বিচ্ছেদ পুরোপুরি মুছে যায়নি।

এমন সময়েই অপ্রত্যাশিতভাবে মঞ্চে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন টুইঙ্কল খন্না। কাজলের কাঁধে হাত রেখে তিনি বলে বসেন—
“আমাদেরও কিন্তু একজন ‘কমন’ প্রাক্তন রয়েছে!”

এই কথা শুনেই স্পষ্টতই অস্বস্তি ঢেকে রাখতে পারলেন না কাজল। মুহূর্তের মধ্যে তাঁকে বলতে শোনা যায়—
“দয়া করে চুপ করো। একেবারে চুপ!”

অতিথিরা চমকে ওঠেন, দর্শকদের কৌতূহল বেড়ে যায় বহুগুণে। কিন্তু নাম উন্মোচন না করেই কথায় পূর্ণচ্ছেদ টানেন দুই অভিনেত্রী। ফলে নেটিজেনদের অনুমানই এখন একমাত্র ভরসা।

ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু। সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারীর ধারণা, যাঁর দিকে আঙুল উঠছে তিনি পরিচালক অভিষেক কাপুর। নেটদুনিয়ার মতে, টুইঙ্কলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে কিছুদিন কাজলের সঙ্গেও নাকি তাঁর সম্পর্ক ছিল। যদিও অভিষেক কিংবা দুই অভিনেত্রী—কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
তবে একটি বিষয় পরিষ্কার—কাজল ও টুইঙ্কলের এমন স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, বলিউডের আড়ালে লুকিয়ে থাকে এমন বহু গল্প, যা দর্শকদের চমকানোর ক্ষমতা রাখে প্রতিটি মুহূর্তেই।

FAQ
১. প্রশ্ন: কোন অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য উঠে এসেছে?
উত্তর: কাজল ও টুইঙ্কল খন্নার যৌথ সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে।
আরও পড়ুন
Nusrat: ছেলের ঠোঁটে স্নেহ চুম্বন করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন নুসরত! ভাইরাল ছবি
২. প্রশ্ন: কোন প্রসঙ্গে ‘কমন’ প্রাক্তনের কথা বলা হয়?
উত্তর: ‘বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেম করা উচিত কি না’—এই আলোচনার সময়।
৩. প্রশ্ন: কারা অনুষ্ঠানের অতিথি ছিলেন?
উত্তর: ভিকি কৌশল এবং কৃতি সেনন।

৪. প্রশ্ন: কাজল ও টুইঙ্কলের মত কী ছিল?
উত্তর: তাঁরা মনে করেন বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেম করা উচিত নয়।
৫. প্রশ্ন: ভিকি কৌশল ও কৃতির মত কী ছিল?
উত্তর: তাঁরা এতে সম্মতি দেননি, তাঁদের মতে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে সমস্যা নেই।
৬. প্রশ্ন: ‘কমন’ প্রাক্তনের কথা কে প্রথম বলেন?
উত্তর: টুইঙ্কল খন্না।
৭. প্রশ্ন: টুইঙ্কলের মন্তব্যের পর কাজল কী প্রতিক্রিয়া দেন?
উত্তর: কাজল চমকে গিয়ে তাঁকে চুপ করতে বলেন।
৮. প্রশ্ন: নেটিজেনরা কার নাম অনুমান করছেন ‘কমন’ প্রাক্তন হিসেবে?
উত্তর: পরিচালক অভিষেক কাপুরের নামই বেশি উঠে আসছে।
৯. প্রশ্ন: অভিষেক কাপুর কি কখনও দু’জনের সঙ্গেই সম্পর্কে ছিলেন?
উত্তর: নেটিজেনদের ধারণা—হ্যাঁ, তবে কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
১০. প্রশ্ন: এই প্রসঙ্গ ঘিরে কেন এত আলোচনা?
উত্তর: দুই জনপ্রিয় অভিনেত্রীর অতীত প্রেম জীবন সম্পর্কে নতুন জল্পনা ছড়িয়ে পড়েছে।
#BollywoodBuzz
#CelebrityGossip
#KajalTwinkleDrama
