দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব!

kmc 20240903 161719 dCBTlPu821

বাংলাদেশের বিপক্ষে আগতপ্রায় টেস্ট সিরিজের আগে ভারতের হয়ে ন্যাশনাল ক্রিকেট খেলা প্রায় সব ক্রিকেটাররা দলীপ ট্রফিতে নামানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বাংলাদেশের সিরিজে আগে বিকাশ করা তো অবশ্যই, তার সাথে একাধিক জায়গার জন্য কয়েকটি দাবিদার এর মধ্যে কে উপযুক্ত হবে, তার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেটার বোর্ড।

তবে দলীপ ট্রফিতে নামার আগেই লাল বলের ক্রিকেটে এই সুযোগ প্রস্তুতির জন্য সূর্য কুমার যাদব ময়দানে নামলেন বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্ট। মুম্বাইয়ের হয়ে ময়দানের নেমে সেই প্রস্তুতকরণ স্টেজেই চোট পেয়ে যান সূর্যকুমার। এর ফলে দলীপের প্রথম রাউন্ডের ম্যাচ ময়দানে নামা হচ্ছে না ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেনের।

সূর্য কুমারকে আরামের নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তিনি ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আছেন, বলে সংবাদ পাওয়া যায় ইএসপিএন ক্রিকইনফোর। বিসিসিআই-এর পক্ষ থেকে সূর্যকুমারের বিচ্ছিন্নর কথা এখনো জানা যায়নি। প্রসঙ্গত কারণেই এখনো দলীপে তার বদলে ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

জাতীয় নির্বাচককারী দলীপ ট্রফির জন্য প্রারম্ভিক তারকাখচিত চারটি দল ঘোষণা করল। তবে আস্তে আস্তে সেই জোর কমছে বলা যায়। অসুস্থতার জন্য দলীপের প্রথম রাউন্ড থেকে সরে গিয়েছেন মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক। প্রথম রাউন্ডের ম্যাচ থেকে বাতিল করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এরপর সরে গেলেন সূর্যকুমার।
আগের সপ্তাহের বুচি বাবু টুর্নামেন্ট মুম্বাইয়ের হয়ে তামিলনাড়ুর বিপক্ষে ময়দানে নামলেন সূর্যকুমার যাদব। তিনি প্রথম ইনিংসেই ৩০ রান করে সাজগৃহে। তবে তিনি আঘাতের জন্য দ্বিতীয় ইনিংসে ময়দানে নামেননি।

সূর্যকুমার ভারতের টি-2০ টোয়েন্টি ম্যাচ হাতে পেলেও স্টেটে ফেরাই তার লক্ষ্য। যদিও সে এক বছরের বেশি সময় ধরে লাল বলে ক্রিকেটে ময়দানে নামেননি। তার জন্য এই বছর বুচি বাবু টুর্নামেন্ট থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। যদিও শুরুতেই আঘাতের জন্য বাধা প্রাপ্ত হয় লাল বলে ক্রিকেটের প্রস্তুতকরণ।

আরও পড়ুন,
*Paralympics 2024: সোমবার ব্যাডমিন্টনের হাত ধরে ভারতের ঘরে এলো আরো দুটি পদক