নতুন ট্রেন, নতুন স্টপেজ: সিউড়ি–মুর্শিদাবাদ জেলায় রেলের পরিষেবা সম্প্রসারণের দাবি

মুর্শিদাবাদ ও বীরভূম জেলার রেল পরিষেবা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন জেলার দুই জনপ্রতিনিধি—মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ এবং বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাদের এই সাক্ষাতে সামনে এল বেশ কয়েকটি নতুন ট্রেন চালু করা, স্টপেজ বৃদ্ধি এবং রুট সম্প্রসারণের প্রস্তাব, যা বাস্তবায়িত হলে দুই জেলার যাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে।

মুর্শিদাবাদের দাবি—নতুন ট্রেন, নতুন রুট, নতুন সংযোগ

দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গৌরীশংকর ঘোষ জানান, দীর্ঘদিনের চাহিদা পূরণে তিনি মোট আটটি নতুন ট্রেন বা পরিষেবা সম্প্রসারণের দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—

1. মালদা–শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
2. হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস
3. প্রতিদিন সকাল ১০টার দিকে বর্ধমান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত লোকাল/এক্সপ্রেস পরিষেবা
4. রানাঘাট–মালদা লোকাল ট্রেন
5. রানাঘাট–রামপুরহাট লোকাল ট্রেন
6. মুর্শিদাবাদ–বারাণসী সাপ্তাহিক এক্সপ্রেস
7. মুর্শিদাবাদ–চেন্নাই সাপ্তাহিক এক্সপ্রেস
8. গুয়াহাটি–শিয়ালদা এক্সপ্রেস

এছাড়া নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু, নসিপুর ব্রিজ ব্যবহার করে ট্রেন চলাচল শুরু এবং মুর্শিদাবাদ শহরের উপর দিয়ে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে ওভারব্রিজ তৈরির বিষয়েও জোর দেন তিনি। একই সঙ্গে কয়েকটি ট্রেনের রুট মুর্শিদাবাদ জংশন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিধায়কের মতে, বহুদিন ধরেই জেলার মানুষ উন্নত ও সরাসরি রেল সংযোগের দাবি করে আসছেন। এই পরিষেবাগুলি চালু হলে মুর্শিদাবাদ থেকে কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ ভারতসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হবে।

সিউড়ির জন্য সুখবর—দুটি নতুন পরিষেবা

এদিকে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিউড়ি ও বীরভূমবাসীর জন্যও রেলমন্ত্রক থেকে ইতিবাচক সাড়া মিলেছে। তার কথায়—

সিউড়ি–শিয়ালদা মেমু এক্সপ্রেসের চিনপাই স্টপেজ শীঘ্রই দেওয়া হবে।
সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু ট্রেন সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে।

এর ফলে রাতে রামপুরহাট থেকে সিউড়িতে ফেরার সুবিধা তৈরি হবে এবং সকালে উত্তরবঙ্গ অথবা সাহেবগঞ্জমুখী যাত্রীদের জন্য সিউড়ি থেকে নতুন সংযোগ পাওয়া যাবে। অর্থাৎ সিউড়ির জন্য কার্যত আরও একটি নতুন ট্রেন পরিষেবা হাতের নাগালে।

বন্দে ভারতেও নতুন স্টপেজ

তিনি আরও জানান, নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাট স্টপেজ অনুমোদিত হয়েছে, যা বীরভূম জেলার যাত্রীদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে।

আরও পড়ুন
Indian Railway: ভুল তথ্য ছড়িয়ে যাত্রীদের বিভ্রান্ত! অভিযোগ ভ্লগারদের বিরুদ্ধে, নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা নেব ভারতীয় রেল

ওভারব্রিজ ও অন্যান্য প্রকল্পেও অগ্রগতি

হাটজানবাজার রেলওয়ে ওভারব্রিজের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত উদ্বোধন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জগন্নাথবাবু। তার কথায়, “আরও বড় একটি কাজও চূড়ান্ত হয়েছে, কয়েকদিনের মধ্যেই জানানো হবে।”

আরও পড়ুন
ব্যান্ডেল রুটে আসছে এসি লোকাল, আরও পাঁচটি নতুন ট্রেনের ঘোষণা

উপসংহার
রেলমন্ত্রীর সঙ্গে এই বৈঠকদের পর মুর্শিদাবাদ ও বীরভূমে রেলের সম্ভাব্য পরিষেবা সম্প্রসারণ নিয়ে আশাবাদী স্থানীয় মানুষ। নতুন ট্রেন ও স্টপেজ অনুমোদিত হলে শুধু যাতায়াতই নয়, দুই জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটন ক্ষেত্রেও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
ডিসেম্বর থেকেই একাধিক রুটে পরিষেবা, চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রাতের যাত্রায় আসছে বড় পরিবর্তন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক