পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কের ধারে ধানের খেতে কাপড় জড়ানো অবস্থায় উদ্ধার হল সদ্যোজাতের নিথর দেহ। কীভাবে শিশুটি সেখানে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নছিপুর এলাকায় জাতীয় সড়কের ধারে ধানের খেত থেকে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ওই খোঁজ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
ধান কাটার মরসুম চলছে। প্রতিদিনের মতো সকালে নছিপুর গ্রামের কয়েক জন কৃষক ১৬ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে খেতের দিকে যাচ্ছিলেন। তখনই তাঁদের নজরে আসে সড়কের ধারেই পড়ে থাকা একটি পুটলি। প্রথমে কেউ গুরুত্ব দেননি। পরে কৌতূহলবশত এক কৃষক পুটলিটির কাছে গিয়ে কাপড় খুলতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য—মৃত অবস্থায় পড়ে রয়েছে একটি সদ্যোজাত শিশু।
ঘটনাটি দেখেই হতভম্ব হয়ে যান খেতমজুররা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডেবরা থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এলাকা ঘিরে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রের খবর, শিশুটিকে স্থানীয় কেউ এখানে ফেলে গেছে, নাকি বাইরের কেউ রাতের অন্ধকারে জাতীয় সড়ক ব্যবহার করে দেহটি ফেলে পালিয়েছে—সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, শিশুটিকে অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। শিশুটির পরিচয়, জন্মের সময়, মৃত্যুর কারণ এবং কোথায় তার জন্ম হয়েছিল—সব দিকেই তদন্তকারীদের নজর।
স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তারা জানতে চাইছেন, কীভাবে মাত্র কয়েক ঘণ্টা বা দিনের এই নবজাতকের মৃত্যু হল এবং কে বা কারা এই নিষ্ঠুর কাজে যুক্ত।
আরও পড়ুন
এক্স ডাউন! বহু ওয়েবসাইটে প্রবেশে বিপত্তি, বিশ্বজুড়ে নেট দুনিয়ায় আতঙ্ক
পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল ও নার্সিংহোমগুলোর জন্ম রেজিস্টারও খতিয়ে দেখা হবে। অপরাধীদের শনাক্ত করতে সব দিকেই তল্লাশি চালানো হচ্ছে।
নবজাতকের এমন মর্মান্তিক মৃত্যু ও নিগৃহীত অবস্থায় ফেলে যাওয়া ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। তদন্তে পুলিশ কোন তথ্য সামনে আনে, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
