ঘরোয়াভাবে পালিত হল যিশু ও নীলাঞ্জনার কন্যার জন্মদিন, কী কী আয়োজন করলেন নীলাঞ্জনা!

টলিউডের জনপ্রিয় দম্পতি হলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। বেশ কয়েক মাস ধরেই তাদের সম্পর্কে নতুন গুঞ্জন শোনা গিয়েছে। জানা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ হতে চলেছে নীলাঞ্জনা ও যিশুর। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন যিশু ও নীলাঞ্জনা৷ দেখতে দেখতে ২০ বছর পার করে ফেলেছেন তারা। এরই মাঝে তাদের সম্পর্কে এমন গুঞ্জন অবাক করেছে সকলকে। এরই মাঝে জন্মদিন পালন হল নীলাঞ্জনা ও যিশুর ছোটো মেয়ে জারার।

মেয়ের জন্মদিনে যদিও পাশে দেখা গেলো না যিশুকে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও করতে দেখা যায়নি অভিনেতাকে। তবে ছোটো মেয়ের জন্মদিনে তার পাশে ছিলেন নীলাঞ্জনা ও বড় মেয়ে সারা। সেই মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মূহুর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবিতে দেখা গিয়েছে ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠান। সারাকে দেখা গিয়েছে শিমারি সিলভার পোশাকে।

সামনে রাখা হয়েছে সিলভার থিমের কেক। সেই কেকের উপরে লেখা ‘কাইন্ড, প্রিটি অ্যান্ড স্ট্রং সিন্স ২০১২’। অর্থাৎ যিশু ও নীলাঞ্জনার ছোটো মেয়ে জারা ১২ বছর পূর্ণ করল। যদিও মেয়ের জন্মদিনে বাবা যিশুকে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তবে সেই গুঞ্জনই সত্যি কিনা তা নিয়ে চর্চা চলতে থাকে।

গতবছরের শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল বিয়ের ২০ বছর পর আলাদা হতে চলেছেন যিশু ও নীলাঞ্জনা। কিন্তু তারা কেউ এখনও এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। যদিও নীলাঞ্জনা একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে সরিয়েছেন সেনগুপ্ত উপাধি। শোনা যাচ্ছে, যিশু তার আপ্ত সহায়কের সঙ্গে লিভ ইন করছেন মুম্বাইতে।

error: Content is protected !!