স্ত্রীকে ভুলে অন্য নারীতে মজে যিশু সেনগুপ্ত! লন্ডন যাচ্ছেন নীলাঞ্জনা সঙ্গে ২ কন্যা, কী বার্তা দিলেন তিনি?

ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন দুজনে একসাথে। ২০ বছরের বৈবাহিক জীবন দুটি সন্তান নিয়ে। আচমকা একটা ঝড়েই নীলাঞ্জনার সাজানো গোছানো সংসার ভেঙে গেল। যীশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের কথা কারোরই অজানা নয়। এখন আর এক ছাদের নিচে থাকেন না তারা স্বামী-স্ত্রী। একে অপরের চেহারা দেখা বন্ধ। সামাজিক মিডিয়াতে অনেকদিন লুকিয়ে থাকার পরে শুক্রবারে ফিরে আসে যিশু সেনগুপ্ত। তার কয়েক মুহূর্ত ইনস্টাগ্রামে ইশারা করা শেয়ার নীলাঞ্জনার। সোজাসুজি যীশুকে নিয়ে বদন না খুললেও একমাস ধরে সামাজিক মিডিয়ায় অনেক গোপনীয়তা শেয়ার করেছেন নীলাঞ্জনা। অনুপ্রেরণামূলক স্পিকার গৌর গোপাল দাসের একটি বার্তা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে নিয়েছে নীলাঞ্জনা।

ওইখানে গৌগৌর গোপাল দাস জানিয়েছেন, ‘আমি আত্মীয় পরিজনদের কাছে কৈফিয়ৎ দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ কি জানেন? যারা আমাকে প্রণয় করে তাদের কাছে কৈফিয়ৎ দেয়ার কোন প্রয়োজন নেই।’
এই বার্তা শেয়ার করে নীলাঞ্জনা ‘Thats….hit Home’ এই ক্যাপশন দিয়ে পোস্ট করেন। অর্থাৎ নিজের সাথে মিল খুঁজে পেয়েছেন যিশুর সহধর্মিনী । নিজের জীবনের নানা ওঠা নামা নিয়ে কারো কাছে কৈফিয়ৎ করতে চায় না নীলাঞ্জনা। এই কঠিন পরিস্থিতিতে তাকে আগলে রেখেছে তার দুই কন্যা সন্তান। সারা, জারা এবং বোন চন্দনা। সাথে রয়েছে তার বাল্যকালের সখি রাগেশ্বরীও।

রাগেশ্বরীর সাথে খুব দ্রুতই তুই কন্যাকে নিয়ে নীলাঞ্জনা উড়ে যাবে লন্ডনে। সেখানে কিছু ভালো করার সময়ের অপেক্ষায় আছেন নীলাঞ্জনা। সামাজিক মিডিয়ায় দুই সখীর কথাবাত্রা এমনটাই শোনা গেছে। সম্প্রতি প্রযোজক অতনুর রায়চৌধুরীর নাতির মুখেভাতে হাসিমুখ দেখা গেছে যীশু সেনগুপ্তের। সেই অনুষ্ঠানে একাই অংশগ্রহণ করেছিলেন তারকা। এই সপ্তাহের সামনেই আসছে খাদান-এর টিজার। ২৫শে ডিসেম্বর বড়দিনেই এই সিনেমা শুভমুক্তি পাবে। নীলাঞ্জনা নিজের নামের পাশের থেকে পদবী ছড়িয়েছে যিশু সেনগুপ্তের।

Screenshot 2024 08 31 203521 17251181597872 W5iSpO4v66

এমনকি যীশুর প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিয়েছে নীলাঞ্জনা। নিজের হাতে তৈরি করেছিলেন যীশু সেনগুপ্তের চকচকে উৎপাদন, হবে খবর আজকাল আর হরগৌরীর চেটে দেখা যায় নীলাঞ্জনাকে। দুই কন্যার সারা ও জারা নামে তৈরি করেছে ‘নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন’। পরের মাসেই প্রয়োজনীয় সংস্থার প্রথম মেগা ‘আনন্দী’ আগমন ঘটছে জি বাংলা সিনেমায়। সেপ্টেম্বর থেকেই সম্প্রচার শুরু, রাত ৯:৩০ মিনিটে আসবে এই মেগা অভ্যাস টেলিপাড়ায়। তবে এখনো সঠিকভাবে জানা যায়নি স্লট।

আরও পড়ুন,
*দেশের ৫ ধোনী বাবা, সম্পত্তির পরিমান হাজার হাজার কোটি!

error: Content is protected !!