পার্লারে যেতে হবে না, বাড়িতেই করা যায় পেডিকিওর-মেনিকিওর! তাহলেতো অনেক টাকা জমানো যাবে

পুজো আর মাত্র হাতে গোনা একমাস। বছরে এই পাঁচটি দিন আনন্দ করার জন্য সমস্ত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে। পুজোতে নিজেকে একটু সুন্দর দেখাতে সবাই চায় নিজের যত্ন নিতে সবাই চায়। পূজার সময় যারা সারা বছর বাড়ি থেকে দূরে কোম্পানিতে জব করে কাজ করে তারা এই পুজোর সময় পাঁচটা দিনের আনন্দের জন্য তারা ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে ফ্যামিলির সাথে পুজো কাটাবে বলে।

এবং পার্লার গুলিতে অনেক ভিড় পড়ে যায়। মেয়েদের ভিড় উপচে পড়ে ।তারা হেয়ার স্পা হেয়ার স্ট্রেট ফেসিয়াল বিভিন্ন কিছু করায়। এখন পার্লারের লাইন না ধরে বাড়িতেই আপনি কিছু সামান্য উপকরণ এবং সহজ পদ্ধতিতে পেডিকিওর, মেনিকিওর করে আপনার হাত এবং পাকে সুন্দর করে তুলতে পারেন।

পেডিকিওর ও মেনিকিওর করতে আমাদের লাগবে জল লেবু শ্যাম্পু এবং অলিভ অয়েল এবং কিউটিকল রিমুভার স্ক্রাবার। একটি বালতি কিংবা গামলাতে ৩-৪ লিটার হালকা উষ্ণ গরম জলে সামান্য পরিমাণ নুনএবং সেই জলে দু তিন চামচ অলিভ অয়েল এবং শ্যাম্পু মিশিয়ে নিন। তারপর আপনার হাত বা পা কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন।

এবং তারপর যখন পায়ের নখ এর সাইড দিয়ে চামড়া গুলো নরম হয়ে যাবে তখন দিয়ে ঘষে ঘষে সেই সাইডের চামড়া গুলি তুলে নিন । এবং পায়ের তলায় শক্ত চামড়াগুলি,ঘষেঘষে রিমুভার দিয়ে তুলে নিন। স্ক্রাবার দিয়ে হাত পা ঘষে নিন শেষে।

সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে আপনি মুখের স্ক্রাবারও বানিয়ে নিতে পারেন তার জন্য দরকার দু তিন চামচ লেবুর রস এক চামচ অলিভ অয়েল এবং দুই টেবিল চামচ চিনি মিশিয়ে খুব সহজেই একটি স্ক্রাবার তৈরি হয়। হাতে পায়ে ত্বক ভালোভাবে স্ক্রাব করে নিন এবং 10 মিনিট রেখে দিন। এরপর হাত পা তো ভালোভাবে ধুয়ে মুছে তার ওপর মশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল মেখে নিন। আপনি চাইলে অলিভ অয়েল ম্যাসাজ করে নিতে পারেন তাহলেই আপনার ত্বকের পাশাপাশি পুজোতে হাত এবং পা ও সুন্দর হয়ে উঠবে।

আরও পড়ুন,
*কেমোথেরাপির মাঝে আরেক নতুন রোগ বাসা বেঁধেছে শরীরে, চিন্তায় দিন কাটছে হীনার