অনেকেই শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করেন। পুজোর ছুটিতে বা শীতকালীন সময়ে অনেকেই ঘুরতে যেতে চান শ্রীলঙ্কা। তবে এবার ভারতীয়দের জন্য সুখবর। এবার থেকে শ্রীলঙ্কা ভিসা ফ্রী হয়ে গেলো ভারতীয়দের জন্য। ১লা অক্টোবর ২০২৪ থেকে শ্রীলঙ্কা ভারতীয়দের জন্য সম্পূর্ণ ভিসা ফ্রী। তাই আপনিও এবার নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবেন শ্রীলঙ্কায়। ভিসা ছাড়া ৬ মাস কাটাতে পারবেন শ্রীলঙ্কাতে।
শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আর ভিসার আবেদন করতে হবে না ভারতীয়দের। পৌঁছে সেখানেই ট্যুরিস্ট ভিসা ইস্যু করতে পারবেন ভারতীয়রা। তবে সেখানে পৌঁছানোর পর কিছু নথির প্রয়োজনীয়তা রয়েছে। যে নথিগুলি পর্যটকদের থাকতে হবে তার মধ্যে হলো অনুমোদিত পাসপোর্ট, রিটার্ন টিকিট, পর্যাপ্ত ফান্ড। এই নথিগুলি থাকলে ভারতীয়রা নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন শ্রীলঙ্কা।
তবে শুধু ভারতীয়রা নয়, এর পাশাপাশি ভিসা ফ্রী হয়ে গেলো চিন, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য। এইসব দেশের নাগরিকদের মধ্যে যাদের কূটনৈতিক,অফিসিয়াল, পাবলিক অ্যাফেয়ার্স, সার্ভিস, অর্ডিনারি পাসপোর্ট রয়েছে তারা ভিসা ফ্রী যাতায়াতের সুযোগ পাবেন।
এই দেশের নাগরিকরা ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশনের জন্য আবেদন করতে পারেন। যারা শ্রীলঙ্কায় আসতে চান তারা এই স্কিমের আওতায় আবেদন করলে ৩০ দিনের ফ্রী ভিসা উপভোগ করতে পারবেন। শ্রীলঙ্কায় আসার আগে আবেদন করতে পারবেন। তবে যাদের ৩০ দিনের বেশি শ্রীলঙ্কায় থাকতে হবে তারা উপযুক্ত ভিসা ফী দিয়ে থাকতে পারবেন।