‘পাপ বাপকেও ছাড়ে না!’ আর.জি কর কাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়া পোস্টে সুর চড়ালেন প্রতিবাদের। গত ৮ ই আগস্ট আর.জি কর হাসপাতালে যে ঘৃণ্য অপরাধ ঘটেছে তা নিয়ে সরব বলছেন গোটা দেশবাসী। এমনকি প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, লন্ডন পর্যন্ত।
টলিউড, বলিউড থেকে শুরু করে সমস্ত তারকারাই এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। সেরকমই এবার প্রতিবাদের সুর দেখা গেলো শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে। যেখানে তিনি লিখেছেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!! থাকবো না আর নিয়মে বাঁধা, মানবো না কোনো রীতি। সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের?’
”ওরা তা’হলে করবে কী? নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের। অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ। তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা না কি ‘পতিতা’! আমরা না কি ‘নষ্টা’! দেখ তা’হলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”
যার দ্বারা এটা স্পষ্ট যে সহজেই তিনি হার মানবেন না। এই প্রতিবাদ যতদূর যায় তত দূর তিনি সঙ্গে থাকবেন। তবে শুধু তিনিই নন মিমি, স্বস্তিকা, পরমব্রত থেকে শুরু করে টলিউডের প্রচুর কলাকুশলীরা এই প্রতিবাদে শামিল হয়েছেন। এমনকি ১৪ই আগস্ট রাত্রি দখলের রাতেও পথে নেমেছেন।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা করা যায় তা করার চেষ্টা করছেন। উল্লেখযোগ্য, আর.জি কর কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই’এর হাতে। যদিও এখনো পর্যন্ত কোনো নতুন তথ্য উঠে আসেনি। আপাতত সকলেই অপেক্ষা করছেন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার।
আরও পড়ুন,
*‘সুরক্ষিত হোক সব তিলোত্তমারা’, RG Kar কাণ্ডে প্রতিবাদ সোহিনীর