যে কোনো সময় পরিষেবা দিতে রাজি, এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এগিয়ে এলেন ট্যাক্সিচালকেরা

আর.জি কর কাণ্ডের প্রতিবাদে এবার এগিয়ে এলেন ট্যাক্সিচালকেরা। যানবাহনের ক্ষেত্রে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে তারা যে কোনো সময় পরিষেবা দিতে রাজি। তেমনটাই জানিয়েছেন ট্যাক্সি চালকদের সংগঠন। সম্প্রতি সেই পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

যাতে লেখা, ‘ক্যাব, ট্যাক্সি পরিষেবা। যদি যানবাহনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমাদের দেওয়া নাম্বারে কল করুন। দিন হোক বা রাত আমরা জেগে আছি রাস্তায় আপনাদের জন্য। ছাত্রী হত্যার বিচার চাই। আমরা সাধারণ ক্যাব, ট্যাক্সি চালক এটাই আমাদের পরিচয়। এবার আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পাশে আমরাও আছি। ১০০ গাড়ি তৈরি আছে আপনাদের জন্য।’

মূলত আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তাহলে তাদের ১০০ গাড়ি সব সময় তৈরি রয়েছে। যে কোনো মুহূর্তেই পরিষেবা দিতে রাজি তারা। যার দ্বারা এটাই স্পষ্ট যে প্রতিবাদের ঢেউ এতোটাই তীব্র তা কোনো বাধা আর মানবে না। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সঠিক বিচারের দাবীতে লড়াই চালিয়ে যেতে পারবেন আন্দোলনকারীরা।

উল্লেখযোগ্য, আর. জি কর কাণ্ডের পর পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। সকলের একটাই দাবী দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। অন্যদিকে গত রবিবার ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ম্যাচ। দুই দলের সমর্থকেরা পরিকল্পনা করেছিলেন যুবভারতী থেকে আন্দোলনের সুর চড়াবেন।

তবে প্রশাসনের তরফ থেকে সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। যার ফলে রাস্তাতে আন্দোলনে নামেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের সমর্থকরা। এই দিন রীতিমতো ইতিহাস তৈরি করেছেন তারা। কারণ, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে গলা ফাটিয়েছেন নির্যাতিতার হয়ে।

আরও পড়ুন,
*‘… সরব না হলে হয়ত ময়নাতদন্তই হত না’, RG Kar কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর