Nusrat Jahan: নীল বিকিনি, জলের মধ্যে ‘বোল্ড’ লুকে নুসরত জাহান

Nusrat Jahan in blue bikini, 'bold' look in the water

Nusrat Jahan: সমুদ্রে বেড়াতে গিয়ে উত্তাপ বাড়িয়ে তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! তার সেই বোল্ড অবতার দেখে রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে চর্চায় উঠে আসেন এই অভিনেত্রী। ব্যক্তিগত হোক বা রাজনৈতিক জীবন সব নিয়েই সমালোচনা চলে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন কিছু না কিছু পোস্ট করেন। সম্প্রতি সেরকমই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আসলে কাজের ফাঁকে পরিবারকে নিয়ে সমুদ্রে বেড়াতে গিয়েছেন তিনি।

সেখানকারই একাধিক মুহূর্তকে তুলে ধরেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে কখনো দেখা যাচ্ছে তিনি জলের মধ্যে শুয়ে রয়েছেন। আবার কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। শুধু তাই নয় নৌকার মধ্যে লাস্যময়ী ভঙ্গিমায় পোজ দিতেও দেখা দিয়েছে তাকে।

Nusrat Jahan in blue bikini, 'bold' look in the water

Nusrat Jahan | image credit source Instragram (Nusrat Jahan)

আর তার পরনে ছিল নীল বিকিনি এবং সাদা ডেনিম শর্টস। ছেলের জন্মের পর থেকেই যেন তার সৌন্দর্য্য বেড়ে গিয়েছে বহুমাত্রায়। যা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা মেলে। সেরকমই তার এই ছবিগুলি দেখার পর মুগ্ধ অনুরাগীরা। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা।

আর পোস্টের ক্যাপশনটিও নজরকাড়া। তিনি লিখেছেন, ‘সমুদ্রসৈকতে ঢেউ খেলানো চুল নেই। তবে তাতে কিছু যায় আসে না। ও হ্যাঁ সাথে রয়েছে অনেক ট্যান।’ উল্লেখযোগ্য, কিছুদিন আগেই তাকে দেখা দিয়েছে ‘সেন্টিমেন্টাল’ সিনেমায়। যেখানে তার বিপরীতে ছিলেন স্বামী যশ দাশগুপ্ত।

আরও পড়ুন,
*Nora Fatehi: নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে এই ভাবে পোজ নোরার, প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়
*দীর্ঘ অপেক্ষার অবসান! কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন