আলোর ঝলকানিতে আত্মবিশ্বাসী অবতারে হাজির নুসরত! চোখ ফেরাতে পারছেন না ভক্তরা

কালো ওয়েস্টার্ন পোশাকে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! তাকে দেখে রীতিমতো চোখ ঝলসে গিয়েছে ভক্তদের। সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।

একের পর এক ফটোশ্যুটে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেত্রী। সেরকমই একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের একটি ওয়েস্টার্ন পোশাক পরে রয়েছেন তিনি। সেই ডিপনেক গাউনে ভীষণই আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা গিয়েছে কখনো হেঁটে চলেছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। সাথে ক্রমাগত চলছে আলোর ঝলকানি। সবমিলিয়ে আলো-আঁধারি পরিবেশ গড়ে উঠেছিল। ক্যাপশনে লিখেছেন ‘তাদের কথা বলতে দিন।’ অর্থাৎ তিনি এর দ্বারা বোঝাতে চেয়েছেন মানুষ নানানরকম কথা বলবে তবে সেসব বিষয়ে কখনোই গুরুত্ব দেওয়া যাবে না।

নিজের যেমন ভাবে ইচ্ছে তেমনভাবেই বাঁচতে হবে। ভিডিওটি দেখার পর সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। একই সাথে কটাক্ষ করতেও ছাড়েননি কেউ কেউ। তবে এসব ট্রোলিং নিয়ে কখনোই মাথা ঘামানি অভিনেত্রী। উল্লেখযোগ্য শেষবার তাকে দেখা গিয়েছে ‘আড়ি’ সিনেমায়।

সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন স্বামী যশ দাশগুপ্ত। এরপর থেকে আর কোনো সিনেমায় দেখা যায়নি নুসরতকে বরং একাধিক ফটোশ্যুট এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। একইসাথে এরপর তিনি কোনো সিনেমায় অভিনয় করতে চলেছেন তা এখনও প্রকাশ্যে আসেনি।

error: Content is protected !!