Nusrat: উন্মুক্ত পোশাকে স্পষ্ট অন্তর্বাস! সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন নুসরত, দেখুন ভিডিও

Nusrat: আরো একবার সাহসী অবতারে ধরা দিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তার দিক থেকে চোখ সরছে না অনুরাগীদের। এমনই রূপে সামনে এসেছেন তিনি। বরাবরই টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত নুসরত। সেটা সাহসী কোনো চরিত্র ফুটিয়ে তোলা হোক বা কোনো পোশাক পরা।

সবেতেই তিনি সাবলীল। সম্প্রতি সেরকমই একটি পোশাকে হাজির হয়েছিলেন সকলের সামনে। যেখানে তার পরনে রয়েছে সাদা ও সোনালী রঙের একটি সারারা, তবে তাতে উন্মুক্ত হয়েছে অন্তর্বাস। যা তাকে অনেক বেশি সাহসী করে তুলেছিল।

এই ভিডিওটি মূলত একটি ফটোশ্যুটের। যেখানে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সবথেকে বেশি নজর কেড়েছে তার চোখের আত্মবিশ্বাস। একাধিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি পোস্ট করতেই সেটি ভাইরাল ঝড়ের গতিতে।

বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তিনি যেন উত্তাপ বাড়িয়ে তুলেছেন বহুমাত্রায়। আবার কেউ কেউ বলেছেন তাকে যতবার দেখেন ততবারই প্রেমে পড়ে যান। সবমিলিয়ে বলতে গেলে এই ভিডিওর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

উল্লেখযোগ্য, ইতিমধ্যেই দীর্ঘ সময় টলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। এক সন্তানের মা হওয়া সত্ত্বেও তার জৌলুস বিন্দুমাত্র কমেনি বরং কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে মেইন্টেন করে রেখেছেন তিনি। এখনো তার গ্ল্যামার হার মানাতে পারে কমবয়সী যুবতীদের।

#Nusrat #Boldlook #Tollywood

error: Content is protected !!