Nusrat: ছেলের ঠোঁটে স্নেহ চুম্বন করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন নুসরত! ভাইরাল ছবি

Nusrat: ছেলের ঠোঁটে স্নেহ চুম্বন করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি সেই আদুরে মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শিশু দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই নানান ধরনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বেশিরভাগ ছবিতে তাদের সন্তানদের দেখা গিয়েছে। শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে নুসরত জাহান প্রত্যেকেই তাদের সন্তানদের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নুসরত যে ছবিটি পোস্ট করেছেন সেটি কিন্তু সকলের থেকে আলাদা। সেখানে দেখা গিয়েছে একমাত্র পুত্র ঈশানের ঠোঁটে স্নেহ চুম্বন করছেন তিনি।

সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন শুভ শিশু দিবস। ছবিটি দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছে অনুরাগীরা। প্রত্যেকেই তাদের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও ঈশানকে উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আশীর্বাদ করেছেন। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখযোগ্য, নুসরতের জীবন সমালোচনায় ভরা। প্রথম স্বামী নিখিল জৈনের সাথে বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে যশ দাশগুপ্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, সবটাই যেন ঝড়ের মতোন বয়ে গিয়েছে তার জীবনে। তবে কখনোই হতাশ হয়ে পড়েনি তিনি।

বরং তাদের জীবনে আশার আলো হয়ে জন্ম নিয়েছে ঈশান। আপাতত ছেলেকে নিয়েই বেশিরভাগ সময়টা কাটে অভিনেত্রীর। তবে এক সন্তানের মা হয়েও তার জৌলুস কিন্তু এখনো কমেনি। এখনো তিনি টেক্কা দিতে পারেন কমবয়সী অভিনেত্রীদের। নিজেকে ভীষণভাবে মেইনটেন করে রেখেছেন তিনি। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।

#Nusrat #Yishaan

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক