Nusrat: রবিবারের অলসতায় মেতে উঠেছিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সমস্ত কাজ ফেলে বসেছিলেন একান্ত সময় কাটাতে। সম্প্রতি তারই ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিলে হ্যান্ডেলে। সপ্তাহের কয়েকটা দিন ভীষণই ব্যস্ততার সাথে কাটে সকলের। ছুটির দিন হিসেবে মেলে রবিবার।
এই দিনটিকে ভরপুর উপভোগ করতে দেখা যায় সকলকে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। আর শীতের সকালগুলো যেন একটু বেশি অলসতায় ভরা হয়। সেরকমই অলসভাবে রবিবারের সকাল কাটিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে জানালায় বসে রোদ পোহাতে পোহাতে ফোন দেখছেন।
পরনে ঢিলেঢালা টি-শার্ট এবং শর্টস! যার দ্বারা এটাই স্পষ্ট এই সময়টুকু একান্ত নিজের। কোনোরকম আড়ম্বর বা ব্যস্ততা নয় বরং সাধারণভাবেই কাটাতে পছন্দ করেন তিনি। আর ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘রবিবারের আলস্য।’ যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছে নেটিজেনরা।
প্রত্যেকের মুখে একটাই কথা অভিনেত্রী যেভাবেই থাকুক না কেন তাকে সব সময় সুন্দরী লাগে। মেকআপ ছাড়া অবস্থায় তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এমনটাও বলেছেন কেউ কেউ। সবমিলিয়ে বলতে গেলে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।
উল্লেখ্য, শিশু দিবস উপলক্ষ্যে একটি আদুরে ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় একমাত্র ছেলের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন। মা ও ছেলের এই মিষ্টি মুহূর্ত দেখে খুশি হয়েছিলেন সকলে। ভালোবাসায় ভরিয়ে তুলেছিলেন দু’জনকে। তবে এই ছবি ছাড়াও মাঝেমধ্যেই এরকম নানান ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।
#nusrat
