মায়ের সাথে খুনসুটিতে মেতে উঠেছে ছোট্ট ঈশান! যে মিষ্টি মুহূর্তের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। সংসার সামলে কেরিয়ারে জোরকদমে কাজ শুরু করেছেন তিনি। কিছুদিন ধরেই ব্যস্ত রয়েছেন ‘রক্তবীজ ২’ সিনেমায় তার আইটেম গানের প্রচারে।
এসবের মাঝেই এবার ছেলের সাথে আদুরে মুহূর্তের একটি ভিডিও তিনি তুলে ধরেছেন সকলের সামনে। যেখানে দেখা যাচ্ছে একদম সাধারণ সাজে তিনি বসে রয়েছেন বিছানায়। সেখানেই তার ছেলে ঈশান ছোট্ট একটি গাড়ি নিয়ে তার মাথা, চোখমুখের উপর দিয়ে চালাতে শুরু করে।
এরপর তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি আমার মাথার উপর দিয়ে কেন গাড়ি চালাচ্ছো?’ তবে সেসব কথার তোয়াক্কা না করে ফের একই ভঙ্গিতে গাড়ি চালাতে থাকে তার ছেলে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মা ছেলের ড্রামা।’ আর এই বিষয়টি দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা। সকলেই তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন।
কেউ কেউ বলেছেন এসব মিষ্টি মুহূর্তগুলির জন্যই জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। উল্লেখযোগ্য, ‘রক্তবীজ ২’ সিনেমায় একটি আইটেম গানে নেচেছেন অভিনেত্রী, যার নাম ‘অর্ডার ছাড়া বর্ডার’। জোরকদমে তার প্রচার চালিয়েছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ইউটিউবারদের সাথেও কোল্যাব করেছেন।
এই গানে তার এনার্জি দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা। কারণ, নিজেকে এতোটাই মেইন্টেন করে রেখেছেন তিনি। সন্তান জন্মানোর পর শরীরে একসময় মেদ জমেছিল ঠিকই, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফের আগের চেহারায় ফিরে এসেছেন তিনি। এবং সকলকে বুঝিয়ে দিয়েছেন মা হওয়া মানেই কেরিয়ারের শেষ নয়।