Nusrat: দীপাবলীর আলোয় ঝলমলিয়ে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। এমনই আলো ছড়িয়ে দিয়েছেন চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন সকলের সাথে।
এই যেমন পুজোর কয়েকটা দিন সেজে উঠেছিলেন শাড়িতে। এক একদিন এক এক রঙের শাড়িতে লাবণ্য ছড়িয়েছিলেন। দুর্গাপুজো কাটতেই বাঙালীর আরেক উৎসব কালীপুজো। এই সময় সকল অন্ধকার দূর হয়ে আলোর রোশনাই ছড়িয়ে পড়ে চারিদিকে। তাতেই মেতে উঠেছিলেন নুসরত।
এদিন তাকে সোনালী রঙের একটি ঘাগড়া চোলিতে দেখা গিয়েছে। বেশ অন্যরকমের ডিজাইন করা তার এই পোশাকটি। তবে তাতে ভীষণই লাস্যময়ী হয়ে উঠেছিলেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন। কখনো মুখ ঢেকে হাসছেন আবার কখনো সেই ওড়না ডানার মতোন উড়িয়ে দিয়েছেন।
বিনোদন
Mimi: ভালোবাসা, আলো ও সমৃদ্ধি কামনায় ব্রতী মিমি! সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা
সবমিলিয়ে বলতে গেলে তিনি যে দীপাবলি বেশ উপভোগ করেছেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই পোস্ট দেখামাত্র সেখানে নানান প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। অন্যদিকে সম্প্রতি তিনি আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে সেখানে তাকে ভারতে নয় বরং বিদেশের মাটিতে দেখা গিয়েছে।
ওয়েস্টার্ন পোশাকে ভীষণই আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ধরা দিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে ভারতীয় সাজে ফিরতে যেন কয়েক মুহূর্তের অপেক্ষা। এক কথায় বলতে গেলে ভারতীয় পোশাক হোক বা ওয়েস্টার্ন সবেতেই সাবলীল এই অভিনেত্রী। তিনি যাই পরুন না কেন তাকে অসাধারণ সুন্দরী লাগে দেখতে, যে কথা বারবার বলেছেন নেটবাসী।
বিনোদন
কোল আলো করে এলো সন্তান, সুদূর নিউ ইয়র্ক থেকে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া?
#nusrat #diwali