Nusrat: নতুন শুরুতে কিছুটা সবুজ রং যোগ করছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি তারই কয়েক ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো ভাবছেন কোন নতুন শুরুর কথা বলতে চেয়েছেন অভিনেত্রী? আসলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বছর। ডিসেম্বর পেরিয়ে আরো একটি বছরকে স্বাগত জানাবেন সকলে।
সেই শুরুর আগে কিছুটা সবুজ রং যোগ করেছেন জীবনে। আসলে তাকে একটি সবুজ রঙের জাম্পস্যুট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সেই কারণেই তিনি এমন ক্যাপশন দিয়েছেন। সাথে তার খোলা চুল মানানসই মেকআপ এবং আত্মবিশ্বাস অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল তাকে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুতে কিছুটা সবুজ রং করছি।’ ছবিগুলি দেখার পর তাকে তুমুল প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে অভিনেত্রীর জৌলুস যেন ক্রমাগত বাড়ছে। এছাড়াও তার আত্মবিশ্বাসের প্রশংসা করতে দেখা গিয়েছে তাদের।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় এই তারকা। প্রতিনিয়ত তাকে নানান ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। বিশেষ করে পরিবারের সাথে এবং নিজের ফটোশ্যুটের একাধিক ঝলক তিনি ভাগ করে নেন অনুরাগীদের সাথে।
আর সেগুলি যে দর্শকেরা বেশ পছন্দ করেন তা বোঝা যায় বিভিন্ন মন্তব্য দেখেই। অন্যদিকে স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন অভিনেত্রী। এক সন্তানের জন্ম দেওয়ার পরেও সকলকে রীতিমত চমকে দিয়ে আগের চেহারায় ফিরে এসেছেন তিনি। এমনকি অনেক অভিনেত্রীরা নাকি তাকে দেখে হিংসা করেন বলেও জানা গিয়েছে।
#Nusrat #NewYear