এবার আকাশের কাছে নতি স্বীকার করতে বারণ করলেন অভিনেত্রী নুসরত জাহান! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে কেন এই কথা বললেন তিনি? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী।
নিত্যদিন সেখানে ভাগ করে নেন নিজের বিভিন্ন ছবি থেকে শুরু করে ভিডিও। বিশেষ করে বর্তমানে একটু বেশি ফটোশ্যুট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেরকমই ফটোশ্যুটের কয়েকটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
তবে তাকে খুব বেশি আড়ম্বরের সাথে দেখা যায়নি বরং খুব সাধারণ পোশাকেই নিজেকে তুলে ধরেছিলেন। খুব সম্ভবত তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবিগুলো তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার পরনে রয়েছে নীল ডেনিম এবং আকাশী রঙের সোয়েটার। ক্যাপশনে লিখেছেন, ‘আকাশের কাছে নতি স্বীকার করবেনে না, বরং নীল পরুন।’
একেবারে প্রাণবন্ত কিশোরীর মতোন ছন্দে তাকে দেখা গিয়েছে। কখনো তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন আবার কখনো অন্যমনস্ক হয়ে তাকিয়ে রয়েছেন। সবমিলিয়ে তার মধ্যে ভীষণ চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছে। আসলে তিনি যে বর্তমানে এক সন্তানের মা তা বোঝাই যায় না। কারণ, এখনো নিজেকে ভীষণই মেইন্টেন করে রেখেছেন তিনি।
যার ফলে ভক্তরা অনেক বেশি আকৃষ্ট হন তার প্রতি। অন্যদিকে কয়েকদিন আগেই শুরু হয়েছে তার আগামী সিনেমার শ্যুটিং। যেটি মুক্তি পাবে বাংলা নতুন বছরের ১লা বৈশাখ। এই সিনেমার নাম ‘আড়ি।’ যেখানে সন্তান এবং মায়ের সম্পর্কে টানাপোড়েনকে তুলে ধরা হবে। মায়ের ভূমিকার অভিনয় করবেন মৌসুমী চ্যাটার্জী এবং তার ছেলের ভূমিকায় দেখা যাবে যশ দাশগুপ্তকে।