দুধসাদা পোশাকে লাবণ্য ছড়ালেন নুসরত! জানুন ভালোবাসার সাথে কোন বার্তা দিলেন

সম্প্রতি এবার সাদা পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! তাকে দেখে মনকেমন ভক্তদের। আসলে কীভাবে অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালো মতোই জানেন এই অভিনেত্রী। তাইতো নিত্যদিন তাকে বিভিন্ন পোস্ট করতে দেখা যায়।

সম্প্রতি সেরকমই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। খুব সম্ভবত কোনো রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন তিনি। সেখানে বসেই একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো ক্যামেরার সামনের দিকে হাসিমুখে তাকিয়েছেন, আবার কখনো আনমনে চুল ঠিক করছেন।

তাকে একটি সাদা রঙের অফ শোল্ডার পোশাকে দেখা গিয়েছে। সাথে তার চিরাচরিত হাসি ভীষণই আকর্ষণীয় করে তুলেছিল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবাসার সাথে।’ অর্থাৎ সকলের জন্য ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। পোস্টটি করার পর নিমেষের মধ্যে সেটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রত্যেকের মুখে একটাই কথা তিনি যে এক সন্তানের মা তাকে দেখে বোঝার উপায় নেই। কারণ, নিজেকে এতোটাই মেন্টেন করে রেখেছেন তিনি। আসলে সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে প্রথম থেকেই তিনি নিজেকে মেইন্টেন করে রেখেছেন।

তাইতো তার শরীরে বাড়তি মেদ জমেনি। অন্যদিকে কয়েকদিন আগে শুরু হয়েছে তার আগামী সিনেমা ‘আড়ি’র শ্যুটিং। যেটি মুক্তি পাবে বাংলা নতুন বছরের ১লা বৈশাখ। এতে দেখানো হবে সন্তান এবং মায়ের সম্পর্কের টানাপোড়েন। যেখানে মায়ের ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী চ্যাটার্জী এবং তার ছেলের ভূমিকায় যশ দাশগুপ্ত। নুসরতকে দেখা যাবে সূত্রধরের চরিত্রে।