Bhai Phonta 2025: ২৩ অক্টোবর ভাইফোঁটা, শুভ সময় মাত্র ২ ঘন্টা, তার বাইরে ফোটা দিলে বিপদ

Bhai Phonta 2025: ভ্রাতৃপ্রেম ও পারিবারিক বন্ধনের এক পবিত্র উৎসব ভাইফোঁটা বা ভাইদুজ পালিত হবে আগামী ২৩ অক্টোবর। জ্যোতিষ গণনা অনুযায়ী, এ বছরের ভাইফোঁটার শুভ মুহূর্ত দুপুর ১টা ১৩ মিনিট থেকে বিকেল ৩টা ২৮ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই বোনেরা ভাইয়ের কপালে তিলক দিয়ে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করবেন।

তবে ভাইফোঁটা নিয়ে বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা রীতি ও প্রথা। কোথাও প্রতিপদ তিথিতে, কোথাও আবার দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। বিশেষত পূর্ববঙ্গের বহু অঞ্চলে প্রতিপদ ও দ্বিতীয়া — দুই দিন মিলিয়েই ভাইফোঁটার অনুষ্ঠান হয়।

প্রতিপদে ফোঁটা হলে প্রচলিত ছড়াটি হয়,
“প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।”
অন্যদিকে, দ্বিতীয়াতে ফোঁটার সময় বলা হয় সেই ঐতিহ্যবাহী ছড়া,
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।”
এটি তিনবার উচ্চারণ করে বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে তিলক দেওয়া হয়।

জীবনযাপন
দীপাবলির পর ‘ধনশক্তি রাজযোগে’ সিংহ, কন্যা ও বৃষ রাশির জীবনে আসছে বিরাট পরিবর্তন!

কেন কড়ে আঙুল ব্যবহার করা হয়, তারও রয়েছে আধ্যাত্মিক ব্যাখ্যা। বিশ্বাস করা হয়, আমাদের হাতের পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক— ক্ষিতি (পৃথিবী), অপ (জল), তেজ (অগ্নি), মরুৎ (বায়ু) ও ব্যোম (আকাশ)। এর মধ্যে কড়ে আঙুল মহাশূন্য বা ব্যোমের প্রতীক, যা অসীম ও অনন্তের প্রতিরূপ। তাই ভাইবোনের সম্পর্কও যেন তেমনই অনন্ত থাকে— সেই কামনাতেই এই আঙুলে ফোঁটা দেওয়া হয়।

অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পুজো-সামগ্রী সাজাতে হয়। থালায় প্রদীপ, রোলি, চাল, হলুদ, সুপারি, শুকনো নারকেল ও পবিত্র সুতো রাখতে হয়। ভাইয়ের মুখ উত্তর বা পূর্ব দিকে রেখে তিলক দেওয়া শ্রেয়। এরপর বোন আরতি করে ভাইকে মিষ্টি খাওয়ান।

জীবনযাপন
প্রতিদিনের টমেটো খাওয়া শরীরে আনে আশ্চর্য পরিবর্তন!

অন্যদিকে, জ্যোতিষী রামকৃষ্ণ সাহা বলেন, ভাইফোঁটার দিনে চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি লাভ করেন। তাঁর পরামর্শ, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে থাকা উচিত।

ভাইফোঁটার মূল মন্ত্রই এক — ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ুর প্রার্থনা, আর ভাইবোনের অটুট বন্ধনের উদ্‌যাপন।

জীবনযাপন
Hair Care: পেয়ারা পাতার যাদুতে মাথায় গজাবে ঝাঁকে ঝাঁকে চুল, জানুন ব্যবহার করার গোপন নিয়ম

#ভাইফোঁটা #ভাইদুজ #BhaiPhonta2025 #BhaiDooj2025 #ভাইবোনেরবন্ধন #বাংলাউৎসব #হিন্দুউৎসব #রীতি-রেওয়াজ #ফোঁটাশুভসময় #BengaliFestival #HinduFestival #ভ্রাতৃদ্বিতীয়া #BhaiPhotaRituals #ভাইয়েরদীর্ঘায়ু #BhaiDoojMuhurat

error: Content is protected !!