অলিম্পিকে পদক জয়ী মনু, লক্ষ্যভেদের নেপথ্যে অনুপ্রেরণা হিসেবে কী রয়েছে?

১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকর। এছাড়াও মিক্সড বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন তিনি এবং সরবজোৎ সিং। তাদের এই জয়ে গর্বিত ভারতবাসী। তবে আপনি কি জানেন মনুর এই লক্ষ্যভেদের নেপথ্যে অনুপ্রেরণা হিসেবে কী রয়েছে?

হরিয়ানার ঝজ্ঝরের বাসিন্দা মনু। ২০০২ সালে জন্মগ্রহণ করেন তিনি। শ্যুটিংয়ে আসার আগে তিনি বক্সিং, টেনিস এবং স্কেটিংয়ে আগ্রহ দেখিয়েছেন। গত ২৬ শে জুলাই শুরু হয়েছে অলিম্পিক্স। এবার অলিম্পিক্সের আয়োজন করা হয়েছে প্যারিসে।

সেখানেই দুটি পদক জয় করেছেন মনু। যার দ্বারা ইতিহাস গড়লেন তিনি। কারণ, এর আগে একই অলিম্পিক্সে কেউ দুটি পদক জয় করতে পারেননি। সুশীল কুমার এবং পি.ভি সিন্ধুর একাধিক পদক জয়ের নজির থাকলেও তারা একই অলিম্পিক্সে সেটি লাভ করেননি।

সেই নজির গড়েছেন ২২ বছর বয়সী মনু। ২০১৭ সালে আন্তর্জাতিক শ্যুটিংয়ে অভিষেক হয়েছে তার। ব্যক্তিগত বিভাগে পদক জয়ের পর তিনি জানিয়েছিলেন তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে গীতার শ্লোক। তিনি বলেন দীর্ঘ সময় ধরে তিনি গীতা পড়েছেন। সেখান থেকেই জীবনের অনুপ্রেরণা পান তিনি।

আরও পড়ুন,
*দীর্ঘ ১০ বছর পর ফের সৃজিত ও সুমনের যুগলবন্দী! কোথায় দেখা যাবে?