চমক নিয়ে আসছে OnePlus Ace 6, দেখুন ফিচার্স ও স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 6, যা বিশ্ববাজারে OnePlus 15R নামে আসতে পারে। থাকছে Snapdragon 8 Elite চিপসেট ও 165Hz AMOLED ডিসপ্লে।

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড OnePlus আজ চীনে লঞ্চ করতে চলেছে তাদের নতুন হ্যান্ডসেট OnePlus Ace 6, যা আন্তর্জাতিক বাজারে OnePlus 15R নামে আসবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে।

সূত্র অনুযায়ী, OnePlus 15R হবে আগের মডেল OnePlus 13R-এর থেকে আরও উন্নত সংস্করণ। নতুন এই স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাবে—কালো, ফ্ল্যাশ হোয়াইট এবং কুইকসিলভার। ফোনের পিছনে থাকবে নতুন ডিজাইনের ক্যামেরা ডেকো ও ‘Ace’ ব্র্যান্ডিং।

টিজার ছবি থেকে জানা গেছে, ফ্রেমের উপরে তিনটি ছিদ্র রয়েছে যা সম্ভবত মাইক্রোফোন ও আইআর ব্লাস্টার হিসেবে ব্যবহৃত হবে। ফোনে থাকবে মেটাল ফ্রেম এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য IP66, IP68, IP69 ও IP69K রেটিং।

OnePlus 15R-এর ওজন প্রায় ২১৩ গ্রাম, এবং এতে থাকবে ফ্ল্যাট AMOLED স্ক্রিন যা ১৬৫ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে Snapdragon 8 Elite চিপসেট, যা এই ফোনকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রযুক্তি
১১ মাস টাকা লাগবে না! BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যন, আনলিমিটেড কলিং সঙ্গে ডেটা

যদিও চীনে OnePlus Ace 6-এর দাম এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এর দাম OnePlus Ace 5-এর মতোই হতে পারে, যার 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম ছিল প্রায় ২,২৯৯ ইউয়ান (২৬,০০০ টাকা)।

📅 লঞ্চ টাইম: আজ বিকেল ৪:৩০ (ভারতীয় সময়)
📍 বাজারে নাম: OnePlus Ace 6 (চীন), OnePlus 15R (ভারত/গ্লোবাল)

প্রযুক্ত
সস্তায় আনলিমিটেড ডেটা! Jio- এর এই প্ল্যান চলবে ৮৪ দিন, সঙ্গে OTT সহ একগুচ্ছ সুবিধা

#OnePlusAce6 #OnePlus15R #SmartphoneLaunch #TechNews #OnePlus #Android #Snapdragon8Elite #AMOLEDDisplay #MobileNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক