চলতি বছর আশ্বিনে দুর্গাপূজা ছাড়া আরও কি কি পুজো আছে?

১ লা আশ্বিন ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার। আরম্ভ হল চতুর্দশী তিথি ৩১ ভাদ্র ১৬ই সেপ্টেম্বর সোমবার দুপুর ৩ টে ১২ মিনিট।

অনন্ত চতুর্দশী ব্রত:-

ইন্দিরা একাদশী ব্রত:-

১২ই আশ্বিন ২৮ শে সেপ্টেম্বর শনিবার। আরম্ভ হবে একাদশী তিথি ১১ আশ্বিন, ২৭ সেপ্টেম্বর, শুক্রবার বেলা ১ টা ২২ মিনিটে। শেষ হবে একাদশী তিথি ১২ আশ্বিন ২৮শে সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টো ৫০ মিনিটে।

আমাবস্যা, মহালয়া:-

১৬ আশ্বিন, ২ অক্টোবর, বুধবার। আরম্ভ হবে অমাবস্যা তিথি ১৫ আশ্বিন ১লা অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা ৪১ মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ১৬ আশ্বিন, ২ অক্টোবর, বুধবার রাত্রি ১২টা ১৯ মিনিটে।

শারদীয়া দুর্গাপূজা:-

পঞ্চমী-

পঞ্চমী তিথি শুরু হবে ২১ আশ্বিন, ৭ অক্টোবর, সোমবার সকাল ১১টা ১৯ মিনিটে।
শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর পঞ্চমী বিধানে পূজা। গোধূলিতে দেবীর উদ্বোদন।

ষষ্ঠী-

ষষ্ঠী তিথি শুরু হবে ২২ আশ্বিন, ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ২৩ আশ্বিন, ৯ অক্টোবর বুধবার দুপুর ১২:১৫ মিনিটে।

সপ্তমী-

সপ্তমী তিথি শুরু হবে ২৩ আশ্বিন ৯ অক্টোবর বুধবার দুপুর ১২:১৬ মিনিটে। সপ্তমী তিথি সমাপ্ত হবে ২৪ শে আশ্বিন ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা ৩২ মিনিটে।

অষ্টমী-

অষ্টমী তিথি শুরু হবে ২৪ আশ্বিন ১০ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩৩ মিনিটে। তিথি সামাপ্ত হবে ২৫ শে আশ্বিন ১১ই অক্টোবর শুক্রবার দুপুর ১২ঃ০৭ মিনিটে। শ্রী শ্রী শারদীয়া দুর্গদেবীর মহাঅষ্টমী পুজো। সন্ধিপূজো- সকাল ১১ টা ৪০ মিনিটে সন্ধিপূজো শুরু ১২টা বিরল আত্মোৎসর্গ, ১২ টা ৩২মিনিটে সন্ধিপূজো ও কুমারীপূজো সমাপ্ত হবে।

নবমী-

নবমী তিথি শুরু হবে ২৫ আশ্বিন ১১ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টা ৮ মিনিটে।
নবমী তিথি সমাপ্ত হবে ২৬ শে আশ্বিন ১২ ই অক্টোবর শনিবার সকাল ১০ টা ৫৯ মিনিটে।
শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমী পূজা। শারদীয়া নবরাতকা ব্রত পালন সমাপ্ত।

দশমী, দশেরা রামলীলা মহাউৎসব

২৭ আশ্বিন, ১৩ অক্টোবর রবিবার

দশমী-

দশমী তিথি শুরু হবে ২৬ আশ্বিন ১২ই অক্টোবর শনিবার সকাল ১১ টা।
দশমী থেকে সমাপ্ত হবে ২৭ শে আশ্বিন ১৩ই অক্টোবর রবিবার সকাল ৯ টা ৯ মিনিটে।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নিরঞ্জন, শ্রী শ্রী অপরাজিতা পূজা, রামলীলা উৎসব।
পাশাঙ্কুশা একাদশী ২৮ আশ্বিন ১৪ই অক্টোবর সোমবার। একাদশী তিথি শুরু হবে ২৭ আশ্বিন ১৩ অক্টোবর রবিবার প্রভাতে ৯ টা ১০ মিনিটে।

সমাপ্ত হবে একাদশী তিথি ২৮ আশ্বিন ১৪ ই অক্টোবর সোমবার প্রভাতে ৬টা ৪২ মিনিটে।

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা

৩০ আশ্বিন, ১৬ অক্টোবর, বুধবার। পূর্ণিমা তিথি শুরু ৩০ আশ্বিন ১৬ অক্টোবর বুধবার রাত ৮ টা ৪২ মিনিটে। রাত্রি ৮:৪১ মিনিটে বিরল শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজো। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ৩১ আশ্বিন ১৭ ই অক্টোবর বৃহস্পতিবার অপরাহ্নে ৪ টে ৫৬ মিনিটে।

আরও পড়ুন,
*সাবধান! কাঁচা মাছ বা মাংস বাড়ির পোষ্যকে একদম খাওয়াবেন না! জেনেনিন কি ক্ষতি হতে পারে?