Padma Shri 2024: ‘বড়লোকের বিটিলো’র মতো লোকগান লিখেও কৃতিত্ব পাননি, এবার পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের রতন কাহাররতন কাহার

অবশেষে যোগ্য সম্মান পেতে চলেছেন ‘বড়োলোকের বিটি লো’ খ্যাত শিল্পী রতন কাহার! সম্প্রতি প্রকাশিত হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। যেখানে রয়েছেন এই রাজ্যের একাধিক শিল্পীরা। তাতেই রয়েছে জনপ্রিয় লোকশিল্পী রতন কাহারের নামও। ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন তিনি। বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা রতন কাহার ভাদু গানের জন্য বিখ্যাত।

তার গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়েছিল ১৯৭২ সালে। যখন তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। ইতিমধ্যেই ২৫০ টির বেশি গান লিখেছেন তিনি। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ‘বড়োলোকের বিটি লো’ গানটি। যদিও এই গানটি নিয়ে কম জলঘোলা হয়নি। কারণ, ২০২০ সালে রতন কাহারের কৃতিত্ব ব্যবহার না করেই বাদশা এই গানটির রিমেক বানিয়েছিলেন।

আরও পড়ুন,
*রজনীকান্ত, শাহরুখরা তাঁর কাছে ‘বাচ্চা’! জানেন কী এক বছরে ২৫টি হিট ছবি করেছেন কোন ভারতীয় অভিনেতা?
*সাইকেলে চেপে দূরে দূরে গিয়ে ন্যাড়া জমিতে রোজ বসান গাছ, পদ্মশ্রী পেলেন পুরুলিয়ার সেই ‘গাছদাদু’!

এরপর বাদশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শ্রোতারা। পরবর্তী সময়ে বাদশা রতন কাহারের কৃতিত্ব দিয়েছেন এমনকি ক্ষমাও চেয়েছেন। এই বিষয়ে তিনি বলেন নাম ছাড়া এই গান অনেকে ব্যবহার করেছেন, তাই তিনি জানতেন না।

এছাড়া তিনি ৫ লক্ষ টাকাও দেন মূল শিল্পীকে। আর এবার তিনি পেতে চলেছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। একটি সাক্ষাৎকার তিনি জানিয়েছিলেন, ‘এই গানটি প্রথম আমি গেয়েছিলাম প্রসার ভারতীতে। পরে আমি রাজকুমার সাহাকেও দিয়েছিলাম।

ওরা সমবেত কন্ঠে গাওয়ার পর গানটি জনপ্রিয়তা লাভ করে। পরে স্বপ্না চক্রবর্তী আমার থেকে গানটি লিখে নিয়ে রেকর্ড করে। তবে আমায় কোনো কৃতিত্ব দেওয়া হয়নি। অনেকেই আমার লেখা ও সুর করা গান নিজের নামে লিখেছেন।’

আরও পড়ুন,
*Batukeshwar Dutta: ‘ভগৎ সিং’কে নিয়ে ১৮ দিন লুকিয়েছিলেন এই গ্রামে, প্রজাতন্ত্র দিবসে বীরবিপ্লবী বটুকেশ্বর দত্তকে শ্রদ্ধার্ঘ্য
*Republic Day: ৭৫তম প্রজাতন্ত্র দিবস, বিশ্বের একমাত্র অশ্বারোহী রেজিমেন্ট, রাডার থেকে মিসাইল, প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন ভারতের

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক