৬৮ বছর বয়সে প্রয়াত পঙ্কজ ধীর, কান্নায় ভেঙ্গে পড়েছেন অভিনেতার স্ত্রী, শেষযাত্রায় উপস্থিত ছিলেন সলমন

বলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। বুধবার ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরলেন না পর্দার প্রিয় কর্ণ।

বি আর চোপড়ার ঐতিহাসিক ধারাবাহিক ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে পঙ্কজ ধীর অসংখ্য হিন্দি সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন।

বিনোদন
“ওদেরকে আমাদের হাতে তুলে দিন”, জুবিন গার্গের মৃত্যুতে অভিযুক্তদের নিয়ে যাওয়ার পথে পুলিশের কনভয়ে হামলা! অগ্নিগর্ভ পরিস্থিতি

তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন বলিউড তারকা সলমন খান। প্রয়াত অভিনেতার ছেলে, অভিনেতা নিকিতিন ধীরকে বুকে টেনে নেন সলমন। এ ছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন তারকা কুশল ট্যান্ডন সহ বহু সহকর্মী। শোকে ভেঙে পড়েন পঙ্কজের স্ত্রী। মাকে সান্ত্বনা দিতে পাশে ছিলেন নিকিতিন।

বিনোদন
Mimi: ‘সুযোগ যখন আছে ভালো বিকল্প বেছে নেবো’- মিমি

বাবার প্রয়াণে আবেগঘন পোস্টে নিকিতিন লিখেছেন,

“যা হোক, আগামীতে দেখে নেওয়া যাবে। যা থাকার সেটা থাকবে। যা চলে গিয়েছে, তা চলে যেতে দাও। শিব সব সামলে নেবে।”

পঙ্কজ ধীরের চলচ্চিত্র জীবনও সমৃদ্ধ। তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় সিনেমা ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এ। টেলিভিশন দুনিয়াতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়—বিশেষত ‘কানুন’ ও ‘চন্দ্রকান্ত’ ধারাবাহিকের মাধ্যমে।

ভারতের টেলিভিশন ও সিনেমা জগতে এক অনন্য ছাপ রেখে গেলেন পঙ্কজ ধীর। পর্দার কর্ণ চিরদিন থাকবেন দর্শকের হৃদয়ে।

error: Content is protected !!