Parambrata: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থাপকের ভূমিকা পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তেমন বার্তাই তুলে ধরেছেন তিনি। ৬-১৩ই নভেম্বর চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
টলিউড, বলিউড থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই উৎসবের। যেখানে বিশেষ সম্মান জানানো হবে পরিচালক ঋত্বিক ঘটককে। আর বিশেষ নজরে থাকবে পোল্যান্ড। এদিন উদ্বোধনের একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যায় কখনো উপস্থাপকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন জুন মালিয়ার পাশে। এছাড়া অন্যান্যদের ছবিও তুলে ধরেছেন।
আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার বয়স যখন ১৮, তখন থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করতাম। তখন দর্শকদের মাঝে বসে থাকা আরেকজন বড় বড় চলচ্চিত্রপ্রেমী, প্রতিটি ফ্রেম, প্রতিটি কথোপকথনে ডুবে থাকতাম। বহু বছর পর, যখনই আমি এই মঞ্চে ফিরে আসি, দর্শক হিসেবে নয়, বরং একজন উপস্থাপক হিসেবে, তখনই এটা অবাস্তব মনে হয়।
‘এখানে দাঁড়িয়ে, যেখানে সিনেমার প্রতি আমার ভালোবাসা একসময় শুরু হয়েছিল, এবং সেই ভালোবাসাকে এতটা রূপদানকারী উৎসবের উদ্বোধনের অংশ হতে পারা, সম্মানের চেয়ে কম কিছু নয়। এই ধরনের মুহূর্তগুলি আমাকে মনে করিয়ে দেয় কেন গল্প, পর্দা এবং এই শহর সবসময় আমার নিজের বাড়ির মতো মনে হয়।’
উল্লেখ্য, ৩৯ টি দেশের মোট ২১৫ সিনেমা প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উৎসবে। এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের সিনেমাকে উদযাপন করা হবে সেখানে।
আরও পড়ুন
বিধায়ক কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক, কী জবাব অভিনেত্রীর?
FAQ
1. প্রশ্ন: পরমব্রত চট্টোপাধ্যায় কোন অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকা পেয়েছেন?
উত্তর: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
2. প্রশ্ন: উৎসবটি কবে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
3. প্রশ্ন: কে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন?
উত্তর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
4. প্রশ্ন: এই উৎসবে কোন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মান জানানো হবে?
উত্তর: পরিচালক ঋত্বিক ঘটককে।
5. প্রশ্ন: কোন দেশকে বিশেষ ভাবে নজরে রাখা হবে এই উৎসবে?
উত্তর: পোল্যান্ডকে।
6. প্রশ্ন: পরমব্রত প্রথম কোন বয়সে এই উৎসবে অংশ নেন?
উত্তর: ১৮ বছর বয়সে।
7. প্রশ্ন: এবার পরমব্রত কোন ভূমিকায় উৎসবে অংশ নিচ্ছেন?
উত্তর: দর্শক নয়, বরং উপস্থাপক হিসেবে।
8. প্রশ্ন: মোট কতটি দেশের কতগুলি সিনেমা প্রদর্শিত হবে?
উত্তর: ৩৯টি দেশের মোট ২১৫টি সিনেমা।
9. প্রশ্ন: পরমব্রতের শেয়ার করা ছবিতে কাকে তাঁর পাশে দেখা গেছে উপস্থাপনার সময়?
উত্তর: জুন মালিয়াকে।
10. প্রশ্ন: পরমব্রতার ক্যাপশনে তাঁর অনুভূতি কী ছিল?
উত্তর: উৎসবের মঞ্চে ফিরে আসা তাঁর কাছে অবাস্তব ও সম্মানের মনে হয়েছে এবং তাঁর সিনেমাপ্রীতির শুরুর স্মৃতি জাগিয়েছে।
#KIFF2025 #KIFF #Parambrata #cinema
#KolkataInternationalFilmFestival
#ParambrataChattopadhyay
#FilmCelebration

