এবার নাবালক ও নাবালিকাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে আসতে চলেছে নয়া নিয়ম। শুক্রবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে। আর সেই খসড়াতে এমনটা বলা হয়েছে।
এবার থেকে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে বাবা, মা কিংবা বাড়ির অভিভাবকের অনুমতি। এই অনুমতি ছাড়া ছোটোরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। গত বছর ২০২৩ সালে সংসদে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন পাশ হয়৷
এই আইন পাশ হওয়ার ১৪ মাস পর সেই আইনের খসড়া প্রকাশ করা হল। বর্তমানে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করার অদ্ভুত নেশা রয়েছে। আর এর ফলে অনেকের উপর খারাপ প্রভাব পড়ছে। সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণের ফলে তাদের উপর তা ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। নতুন বিধি যদি চূড়ান্ত হয় তবে অপ্রাপ্তবয়স্করা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অবাধে বিচরণ করতে পারবে না।
সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে বাড়ির অভিভাবকের অনুমতি। অভিভাবকের পরিচয়ও যাচাই করা হবে। সংস্থাগুলিকে ওই নাবালক কিংবা নাবালিকার অভিভাবকের পরিচয় দেশের আইনের মধ্যে থেকে যাচাই করতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এদিন যেটি প্রকাশ করা হয়েছে সেটি হলো একটি খসড়া। ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে যদিও তথ্য ফাঁস করার জন্য ২৫০ কোটি টাকার জরিমানার কথা বলা হয়েছে।
এই ব্যাপারে বিধিতে কিছু বলা হয়নি। এই খসড়ার ভিত্তিতে জনগণের কাছে পরামর্শ চাওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে। আর তার জন্য সাধারণ মানুষ mygov.in ওয়েবসাইটে গিয়ে এই বিধির উপর নিজস্ব মতামত জ্ঞাপন করতে পারবেন। আগামী ১৮ই ফেব্রুয়ারী পর্যন্ত বিধির উপর পরামর্শ গ্রহণ করা হবে।
আরও পড়ুন,
*এখনই অবসর নয়! এতো সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন রোহিত শর্মা, স্পষ্ট জানালেন এই সাক্ষাৎকারে
*বিচ্ছেদ জল্পনার অবসান! মেয়েকে নিয়ে একসাথে মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বর্য্য-অভিষেক