Parineeti-Raghav: ছেলেকে প্রথমবার জনসমক্ষে আনলেন পরিণীতি-রাঘব! সাথে প্রকাশ করলেন নাম

Parineeti-Raghav: পুত্র জন্মের এক মাস পর তাকে জনসমক্ষে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti)। একইসাথে প্রকাশ্যে আনলেন পুত্রের নাম। গত ১৯ শে অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সুখবর সকলকে জানিয়েছিলেন তারা।

যা দেখার পর প্রত্যেকেই অপেক্ষা করছিলেন তাদের সন্তানের এক ঝলক দেখার জন্য। সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। যদিও ছবিতে মুখ দেখা যায়নি, শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছে। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় ছেলের দুই পায়ে চুম্বন করছেন তিনি এবং তার স্বামী রাঘব।

একইসাথে সেখানে ছেলের কীভাবে নামকরণ করলেন সেই তথ্য তুলে ধরেছেন। ক্যাপশনে লিখেছেন, ”জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম তাত্রা ইভা নীর। আমাদের হৃদয় এক অনন্ত জীবনের ফোঁটায় শান্তি পেয়েছিল। আমরা তাকে ‘নীর’ নাম দিয়েছিলাম। বিশুদ্ধ, ঐশ্বরিক, অসীম।”ছেলের নাম রেখেছেন নীর।

ছবিগুলো দেখার পর ছোট্ট নীরকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই তার আগামী জীবনের জন্য প্রচুর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি নামটিরও প্রশংসা করেছেন। কারণ, মানুষ যেখানে আধুনিক নামে আসক্ত হয়ে পড়ছে সেখানে তিনি ঐতিহ্যকে ধরে রেখেছেন।

পোস্ট করতেই এই ছবি ভাইরাল। উল্লেখযোগ্য, তার সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভরিয়ে তুলেছিলেন ভক্তরা। পাশাপাশি বলিউডের অন্যান্য তারকারাও শুভেচ্ছা জানিয়েছিলেন। এরপর ১৯শে অক্টোবর জন্ম হয় পুত্র সন্তানের। ছেলেকে নিয়েই বেশিরভাগ সময়টা কাটছে অভিনেত্রীর। যা বোঝা যায় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই।

FAQ

১. প্রশ্ন: পরিণীতি চোপড়া কবে সন্তানের জন্ম দিয়েছিলেন?

উত্তর: পরিণীতি চোপড়া গত ১৯শে অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

২. প্রশ্ন: পরিণীতি-রাঘব তাঁদের ছেলের নাম কী রেখেছেন?

উত্তর: তাঁদের ছেলের নাম “নীর”।

৩. প্রশ্ন: পরিণীতি কোন ধরনের ছবি প্রকাশ্যে এনেছেন?

উত্তর: তিনি ছেলের মুখ না দেখিয়ে শুধু দুই পায়ের ছবি পোস্ট করেছেন, যেখানে পরিণীতি ও রাঘব ছেলের পায়ে চুম্বন করছেন।

৪. প্রশ্ন: ছেলের নাম ‘নীর’ রাখার ব্যাখ্যায় পরিণীতি কী লিখেছেন?

উত্তর: ক্যাপশনে তিনি লিখেছেন—
“জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম তাত্রা ইভা নীর। আমাদের হৃদয় এক অনন্ত জীবনের ফোঁটায় শান্তি পেয়েছিল। আমরা তাকে ‘নীর’ নাম দিয়েছিলাম। বিশুদ্ধ, ঐশ্বরিক, অসীম।”

৫. প্রশ্ন: নীর-এর ছবি প্রকাশের পর ভক্তদের প্রতিক্রিয়া কী ছিল?

উত্তর: ভক্তরা ছোট্ট নীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং তার ভবিষ্যতের জন্য প্রচুর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী নাম ‘নীর’ রাখার প্রশংসাও করেছেন।

আরও পড়ুন
Kajol: সবসময় ‘সেক্সি’ থাকার নির্দেশ দিলেন কাজল! জানুন কেন এমনটা বললেন তিনি

#Parineeti #Raghav #Neer

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক