Pension withdrawal new rule: আমাদের ব্যাংক থেকে টাকা তোলার সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। কিন্তু এইবার কেন্দ্রীয় সরকার পেনশন এর টাকা তোলার জন্য তৈরি করল নতুন নিয়ম।
আগে সমস্যা হতো এক জায়গায় থেকে অন্য জায়গায় পেনশন টাকা তোলা যেত না কিন্তু এখন এমন আর কোন নিয়ম নেই। এখন আপনি যেকোন জায়গা থেকে আপনার পেনশনের টাকা খুব সহজেই কোনো অসুবিধা ছাড়াই তুলতে পারবেন। আপনি কলকাতা থেকে উত্তরাখন্ডে ঘুরতে যাবেন সেখান থেকেও আপনি আপনার পেনশনের টাকা তুলতে পারবেন কোনরকম সমস্যা ছাড়াই এর জন্য শুরু হল নতুন সিস্টেম তার জন্য অনুমোদনও পড়ে গেছে।
আপনি ভারতবর্ষের যেকোনো ব্যাংক থেকে যেকোনো শাখা থেকেই টাকা তুলতে পারবেন। আর এতে করে পেনশন ভোগীদের সুবিধা হবে। বুধবারে কেন্দ্র সরকার এই নতুন নিয়মের অনুমোদন দিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী জানিয়েছেন ১৯৯৫ সালে এমপ্লয়িজ পেনশন স্কিম এর সেন্ট্রালাইজড পেনশনপেমেন্ট সিস্টেম অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন,
*আয় কোটি কোটি, এবছর কত ট্যাক্স দিলেন শচীন-সৌরভ-বিরাট-ধোনি?
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিষয়ে বলেছেন সেন্ট্রালাইজড পেনশনপেমেন্ট যে অনুমোদন দেওয়া হলো সেটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আধুনিক করণের ক্ষেত্রে এক বিশাল বড় মাইলফলক থেকে গেল। পেনশনভোগীরা যেকোনো জায়গা থেকে টাকা তুলতে পারবে।
এইটা অনেক দিনেরই দাবি ছিল এমনটাই জানা যায়। পেনশন পেমেন্ট অর্ডারস ট্রান্সফার করতে হবে না। কেন্দ্রের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের ট্রান্সফার হলে পেমেন্ট পেনশন এর কোন ঝামেলা থাকবে না।
আরও পড়ুন,
*ক্লান্ত হয়ে পড়েছেন? খেতে পারেন ক্যালরিযুক্ত পুষ্টি গুণে ভরপুর এই ডুমুর