অভিনয় করেছিলেন হৃত্বিকের ছেলেবেলার চরিত্রে, এখন নামী চোখের ডাক্তার, চিনতে পারলেন এই সার্জনকে?

20240825 203251

একসময় তিনি অভিনয় করেছেন একাধিক সিনেমায়। তবে আজ অভিনয় থেকে বহু দূরে গিয়ে চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন তিনি। হয়তো অনেকেই চিনে থাকবেন তাকে। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কৃষ’ সিনেমায় হৃত্বিক রোশনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

তবে অভিনয় ছেড়ে এখন পেশায় তিনি চিকিৎসক, তার নাম মিকি ধামিজানি। বর্তমানে তিনি জনপ্রিয় চক্ষু চিকিৎসক। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই তাকে চোখ সংক্রান্ত নানান ধরনের পরামর্শ দিতে দেখা যায়। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

08ba703c2764cb27095abf8e0bd237d57705f Ju9PogXH8R

ক্যাপশনে লিখেছেন, ‘দেখা যাক কে আমাকে আগেও দেখেছেন? নিঃসন্দেহে, আপনিই!’ যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে অনেকেই তাকে জিজ্ঞেস করেছেন তাকে চেনা চেনা লাগছে কেন? আসলে সিনেমায় তাকে দেখেছিলেন তারা। তাই যখন তার কাছে চিকিৎসা নিতে আসেন তখন দেখেই চিনতে পেরে যান।

c904797d7b597f5cfc99637da5d1cb3231440 MFqTtwW13z

একটি পোস্টে লেখেন, ‘শিশু অভিনেতা থেকে চোখের সার্জন হয়ে ওঠার আমার যে সফর তা দারুণ বললেও কম বলা হবে। আমার অভিনয়ের দিনগুলির শিক্ষা চোখের যত্নের ক্ষেত্রে আমার কাজকে অনুপ্রাণিত করে এবং আমি এই অনন্য পথের প্রতিটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি এখন আপনার চোখের যত্নে সুপারহিরো হতে পারি।’

তবে শুধু ওই সিনেমাই নয় তিনি কাজ করেছেন ‘কই মিল গ্যায়া’, ‘অ্যায়তবার’, ‘ঢাই অক্ষর প্রেম কে’র মতোন একাধিক সিনেমায়। মূলত শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছে তাকে। তবে বড়ো পর্দা ছেড়ে তিনি এখন চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন। আর এই পেশা যে তিনি ভরপুর উপভোগ করছেন তা বোঝা যায় তার বিভিন্ন ভিডিও দেখেই।

আরও পড়ুন,
*CBI ভরসা আন্দোলনকারী চিকিৎসকদের, দাবি তিলোত্তমার বিচার চাই