খাতায় কলমে আজ তার জন্মদিন। তাই প্রতিবারের মতন এবারের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
সরকারি তথ্য অনুযায়ী ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি জন্মদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে ২০২৫ সালে তিনি ৭০ বছরে পদার্পণ করলেন। তাই ‘দিদি’-র জন্মদিনে দলের নেতাকর্মীদের উত্তেজনা থাকে তুঙ্গে। কালিঘাটের বাড়িতে প্রতিবারের মতন এবারও শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। কোনোরকম দলীয় কর্মসূচি রাখেন না। তার গোটা কর্মজীবন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কেটেছে। আর এই কারণে সেইসব কাজকে বেশি গুরুত্ব দেন মমতা। তবে তিনি তার নিজস্ব ভঙ্গিতে নিজের দিনটি পালন করেন।
তবে মুখ্যমন্ত্রী তার লেখা বই ‘একান্ত’-তে লিখেছেন, তার মায়ের কথা অনুযায়ী ৫ই জানুয়ারি নয়, বরং তার জন্ম হয়েছিল দুর্গাষ্টমীতে। তবে সরকারি তথ্য অনুযায়ী যেহেতু আজ তার জন্মদিন তাই এই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠান।
সমমনস্ক হোক কিংবা বিপরীত দল, সকলেই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তেমনই দেশের প্রধান হিসেবে রয়েছেন নরেন্দ্র মোদি। তিনি প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন শুভেচ্ছা জানান তেমনি এবারও সকাল বেলায় সোশ্যাল মিডিয়ায় দেখা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুন,
*মেঘের দেশে পৌঁছে গিয়েছেন শুভশ্রী-ইউভান! ভাগ করে নিলেন মিষ্টি ভিডিও