স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে জুবিন গর্গের। সিঙ্গাপুরে তার অনুষ্ঠানের আগের দিনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়। গায়কের মৃত্যুতে শোকস্তদ্ধ গোটা দেশ। তিনি অসমের জনপ্রিয় মানুষ হওয়ার পাশাপাশি গোটা দেশে গানের দুনিয়ায় ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। এরই মাঝে প্রকাশ্যে এলো গায়ক জুবিন গর্গের শেষ ইচ্ছে। তার শেষ ইচ্ছে তিনি জানিয়ে গিয়েছেন অনেক আগেই।
চলতি বছরের জানুয়ারি মাসেই তিনি তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। গুয়াহাটিতে ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ নামক একটি মিউজিয়াম রয়েছে। জানা যাচ্ছে, এটি ছিল জুবিনের পছন্দের জায়গা। এটি তিল্লা নামে পরিচিত। অনেক আগে তিনি একটি সাক্ষাৎকারে তার শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন। সম্প্রতি তার শেষ ইচ্ছে প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন,
মিমির গলায় গান শুনে হতবাক অঙ্কুশ! প্রশংসার ভাষা খুঁজে পেলেন না অভিনেতা
তিনি সেই সাক্ষাৎকারে জানান, “এই জায়গাটা খুব সুন্দর। পৃথিবীর সেরা জায়গাগুলির মধ্যে এটা একটা। আমি এখানেই থাকতে চাই এবং এখানেই মরতে চাই।” ব্রহ্মপুত্র নদে যেনো তার মরদেহ ভাসিয়ে দেওয়া হয়, এমনটাই ছিল তার ইচ্ছে। তিনি আরও বলেছিলেন, “তিল্লা-তেই যেন আমার সৎকার হয়। অথবা আমাকে যেন ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক। আমি র্যাম্বোর মতো।”
গানের অনুষ্ঠান করতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি৷ কিন্তু তার অকস্মাৎ মৃত্যু যেনো সবকিছু ওলটপালট করে দিলো। জানা যাচ্ছে, স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন, কিন্তু তার পরনে ছিল না কোনো লাইফ জ্যাকেট, এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কী কারণে এমনটা ঘটল তা নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। শুক্রবার মৃত্যু হয় গায়কের। এরপর রবিবার তার মরদেহ পৌঁছোয় গুয়াহাটিতে। সেখানেই উপস্থিত ছিলেন গায়কের স্ত্রী গরিমা।