Pratim-Ritwik: প্রতিম ডি. গুপ্তর জীবনে অভিনেতা ঋত্বিকের গুরুত্ব কতখানি? জানালেন পরিচালক নিজেই

Ritwik-Pratim: নিজের সিনেমার নায়ক ঋত্বিক চক্রবর্তীকে (Ritwik) বিশেষ এক খাবারের সাথে তুলনা করলেন পরিচালক প্রতিম ডি. গুপ্ত (Pratim D Gupta)। সম্প্রতি উঠে এসেছে সেই ভিডিও। ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘রান্নাবাটি’। ইতিমধ্যেই সিনেমার বিভিন্ন কলাকুশলীদের সাথে এই মজার খেলাটি খেলা হয়েছে।

যেখানে মূলত কয়েকটি খাবারের নাম বলা হয় এবং তাদের জিজ্ঞেস করা হয় এই খাবারগুলোর সাথে তারা কোন মানুষের তুলনা করতে চান? ইতিমধ্যে সোহিনী ও ঋত্বিক এটি খেলেছেন সঞ্চালিকার সাথে। এবার একই খেলায় মেতে উঠলেন পরিচালক স্বয়ং।

শুরুতে যখন তাকে জিজ্ঞেস করা হয় শুক্তোর সাথে তিনি কাকে তুলনা করেন? তখন বলেন, ‘যে কোনো সিনেমা শুরুর আগে প্রয়োজন প্রযোজকের।’ তাই শুক্তোর সাথে তিনি প্রযোজকের তুলনা করেন। এরপর যখন ডালের প্রসঙ্গ ওঠে তখন বলেন, ‘আমার জীবনে ডাল হলো ঋত্বিক।’

কারণ, তার ৯টি সিনেমার মধ্যে ৬টিতেই নায়ক হিসেবে ছিলেন তিনি। যার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন ঋত্বিক ছাড়া তার চলেই না। এরপরই প্রসঙ্গ ওঠে লুচি-কষা মাংসের। একটু ভেবেচিন্তে তিনি বলেন সোহিনী। কারণ, তাকে বেশ ঝা চকচকে একটি চরিত্র দেওয়া হয়েছে। যা হিসেবে তিনি আগে কখনো ধরা দেননি।

পরে যখন জিজ্ঞেস করা হয় ভোগের খিচুড়ি হিসেবে তিনি কী ভাবেন? তখন বলেন সিনেমা মুক্তির তারিখ। কারণ, প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন সেটি কখন পাবেন। পুজোর সময় যেমন ভোগের খিচুড়ির অপেক্ষা করা হয়, তেমন যে কোনো সিনেমার ক্ষেত্রেও তার মুক্তির তারিখের অপেক্ষা করে থাকেন দর্শকেরা।

#Ritwik #Rannabati #Pratim

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক