আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন প্রীতি-করিনারা, বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি রিচার

20240816 175642 c3gCWw7N8P

প্রতিবাদ কোনো সীমানা মানে না! সেরকমই রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আর.জি কর কাণ্ডের প্রতিবাদ। ইতিমধ্যে একাধিক বলিউড তারকারা মুখ খুলেছেন এই বিষয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আর্জি জানিয়েছেন যাতে অপরাধীরা কঠোর থেকে কঠোরতম সাজা পায়।

করিনা কাপুর লেখেন, “১২ বছর পরেও একই ঘটনা। একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছি।” আরেক অভিনেত্রী প্রীতি জিন্টা মহিলাদের সুরক্ষার দাবী করেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। একইসাথে জানিয়েছেন খুব শীঘ্রই দেশের পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বাড়বে অথচ মহিলাদের কোনো নিরাপত্তা নেই।

লেখেন, ‘অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন মহিলারা, এমনই মনে করা হচ্ছে। সময় হয়েছে মহিলাদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়।’

নব্যা নভেলি নন্দা লেখেন, ‘আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটলো। ওই মেয়েটি এবং পরিবারের জন্য প্রার্থনা করি চলুন। আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির পিছনে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মস্থল, শ্রেণিকক্ষ ও বাড়ি এই তিনটি জায়গাই তো নিরাপদ আমাদের জন্য। মহিলাদের ছোট করার মানসিকতার বিরুদ্ধে নারী-পুরুষকে এক হয়ে লড়তে হবে।’

আরেক অভিনেত্রী রিচা চাড্ডা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন তিনি এখন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাই তার কাছ থেকে সঠিক বিচারের আশা করেন সকলে। এখানেই শেষ নয় এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, কঙ্গণা রাণাওয়াত, সামন্থা রুথ প্রভু, আলিয়া ভাট প্রমুখদের।

অন্যদিকে টুইঙ্কল খান্না বরাবরের মতোন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘৫০ বছর এই পৃথিবীতে কাটিয়ে ফেললাম। আমি ছোটবেলায় যা শিখেছি মেয়েকে তাই শেখাচ্ছি। একা কোথাও যাবে না। তোমার কাকু, ভাইয়ের বন্ধু কারো সাথে না। সকাল-সন্ধ্যা কখনোই একা বেরোবে না। বিশেষ করে রাতে। কারণ, তুমি একা গেলে আর ফিরে নাও আসতে পারো।’

আরও পড়ুন,
*‘টাকার জন্য মানুষ…’, সৌরভ গাঙ্গুলীর এই কান্ড দেখে মেজাজ হারিয়েছেন নেটিজেনরা