আবারও বিদেশের মাটিতে বাংলা গান গেয়ে মন ভরালেন জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল! বাংলার এক সাধারণ ঘরের মেয়ে আজ রাজ করছে গোটা বিশ্বে। বলিউড, টলিউড থেকে শুরু করে একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
তবে এই জনপ্রিয়তার শীর্ষে থাকলেও আজও মাটির মানুষ এই শিল্পী। যা তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন কনসার্টে। সম্প্রতি সেরকমই একটি দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি মূলত কয়েকদিন আগে হওয়া বঙ্গ সম্মেলনের।
চলতি বছরের বঙ্গ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে আমেরিকার শিকাগো শহরে। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলার একাধিক তারকারা। সেখানেই গান গাইতে দেখা গিয়েছে শ্রেয়া ঘোষালকে। অন্যান্য শিল্পীরা বিভিন্ন হিন্দি গান গেয়েছেন এই অনুষ্ঠানে।
সেখানে এই শিল্পীকে বেশ কয়েকটি বাংলা গান গাইতে শোনা গিয়েছে। যা দেখার পর মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। এই দিন তাকে গাইতে শোনা যায় ‘ঘুম ঘুম চাঁদ’ থেকে শুরু করে তার নিজের গাওয়া ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’, ‘ভালোবাসার মরশুম’ ইত্যাদি।
তবে এই কিন্তু প্রথম নয় এর আগেও বিদেশে গিয়ে বাংলা গান গেয়েছেন তিনি। নিজের ভাষাকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। যার ফলে তার প্রতি সকলের শ্রদ্ধা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আসলে অনেকেই এমন রয়েছেন যারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলে নিজের ভাষা, নিজের সংস্কৃতি ভুলে যান। সেই দিক থেকে সম্পূর্ণ বিপরীত শ্রেয়া।