বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ফের ভাইরাল। তবে এবার ছবির প্রচার নয়, বরং এয়ারপোর্টে এক ভক্তের আচরণেই আলোচনায় অভিনেতা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে মেয়ে নীতারা ভাটিয়ার সঙ্গে দেখা যায় অক্ষয়কে। কালো শার্ট আর জলপাই রঙের প্যান্টে ছিলেন তিনি। সাধারণ দিনের মতোই ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন অক্ষয়, কিন্তু হঠাৎই ঘটল অপ্রত্যাশিত ঘটনা।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে, অক্ষয় ভক্তদের বলছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবি তুলতে। সেই সময় পাশে থাকা এক অনুরাগী হঠাৎই অভিনেতার কাঁধে হাত রাখেন। মুহূর্তেই অক্ষয় ভদ্র কিন্তু দৃঢ়ভাবে বলেন, “হাতটা নিচে রাখুন।” এরপর হাসিমুখেই সামনে এগিয়ে যান তিনি।
অক্ষয়ের এই সংযত প্রতিক্রিয়া নেটপাড়ায় প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “সেলেব্রিটিদের সঙ্গে আচরণের শিষ্টাচার ভারতীয়দের শেখা উচিত।” অন্য একজন লিখেছেন, “অক্ষয় ঠিকই করেছেন। কেউ যদি অনুমতি ছাড়া গায়ে হাত রাখে, যে কেউ একইভাবে প্রতিক্রিয়া জানাবে।”
নিজের সংযমী ব্যবহার এবং শান্ত মেজাজে আবারও ভক্তদের মন জয় করেছেন অভিনেতা।
অক্ষয়ের আগামী সিনেমা প্রিয়দর্শনের পরিচালনায় ‘হাইওয়ান’, যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকে। ছবিটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস ও থেসপিয়ান ফিল্মস। এছাড়া খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর আরেকটি হরর-কমেডি ‘ভূত বাংলা’। সম্প্রতি তাঁকে দেখা গেছে সুভাষ কপূরের ‘জলি এলএলবি ৩’ ছবিতে, যেখানে আরশাদ ওয়ারসির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা।
বিনোদন
Mimi: ভালোবাসা, আলো ও সমৃদ্ধি কামনায় ব্রতী মিমি! সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা
#Akshay