এক টুকরো কেকের দাম আড়াই লক্ষ টাকা, রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়ের কেক উঠল নিলামে

এক টুকরো কেকের দাম আড়াই লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। আর সেই কেক যেমন তেমন কেক নয়, এটি হলো রাজকীয় কেক। এই কেকটি খোদ ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ের কেক। সম্প্রতি ৭৭ বছরের পুরনো কেকের টুকরোটি নিলামে উঠেছে। আর সেটির দাম হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা৷

১৯৪৭ সালে রাজদম্পতির বিয়ে পর এই কেকটি সংরক্ষণ করে রাখা হয়। তবে এত বছর পর কেকটি বর্তমানে আর খাওয়ার উপযোগী না হলেও সেটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। একেবারে প্রথম দিনের মতন করেই রাখা রয়েছে কেকটি। আর সেটি বিক্রি করা হলো আড়াই লক্ষ টাকায়। সুসজ্জিত মোড়কে কেকটি তেমনভাবে রাখা রয়েছে।

রৌপ্য প্রতীক দিয়ে সাজানো একটি ছোটো বাক্সের মধ্যে তৎকালীন রাজকুমারী এলিজাবেথের জন্য এই কেকটি তৈরি করা হয়েছিল। বিয়ের সময় কেকটি প্রদর্শন করা হয়৷ এরপর কেক কাটার পর এটির একটি অংশ স্কটল্যান্ডের এডিনবরার হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসনকে বাকিংহাম প্যালেসের তরফে উপহার হিসাবে দেওয়া হয়েছিল।

সেই টুকটোটি এতদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। পোলসন এলিজবেথের কাছ থেকে কেকের সঙ্গে একটি চিঠিও পেয়েছিলেন। সেখানে এলিজাবেথ বিয়ের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। ৭৭ বছর আগে তৈরি করা কেকটি ছিল ৯ ফুট লম্বা ও ২২৭ কেজি ওজন ছিলো সেটির৷

কেকটি কাটার পর ২০০০টি টুকরো করা হয়েছিল এবং পরিবেশন করা হয়েছিল। দাতব্য সংস্থারগুলিকে অতিরিক্ত টুকরো দেওয়া হয়েছিল।

error: Content is protected !!