গত ২০২৩ সালে শেষবার সৃজিত মুখার্জির সঙ্গে দেখা গিয়েছিল তার স্ত্রী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। এর পাশাপাশি সন্তান ও স্ত্রী-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করেননি পরিচালক সৃজিত মুখার্জি। তবে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করছেন যেখানে তার সর্বক্ষণের সঙ্গী হয়ে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।
পুজোর দিন হোক কিংবা এমনি সময়, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় সৃজিত ও সুস্মিতার একসঙ্গে ছবি। আর এরপরই এই নিয়ে চর্চা শুরু হয়েছে নানান মহলে। কেউ কেউ বলছেন, মিথিলা ও সৃজিতের বিবাহবিচ্ছেদ হয়েছে। সুস্মিতার সঙ্গে সৃজিতের সর্বক্ষণের সাথী হওয়ার ঘটনার পর কেউ কেউ বলছেন, তবে কি মিথিলা ও সৃজিতের মধ্যে কোনও বৈবাহিক সম্পর্ক বর্তমান রয়েছে?
তবে এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মিথিলা নিজেই। সম্প্রতি পিএইচডি শেষ করেছেন মিথিলা। তাকে সেই কারণে শুভেচ্ছাবার্তাও জানান সৃজিত। তবে এরপর বিশেষ কোনও পোস্ট দেখা যায়নি। জানা যাচ্ছে, বর্তমানে মেয়েকে নিয়ে বাংলাদেশেই রয়েছেন মিথিলা। এদিকে মিথিলা এক সাক্ষাৎকারে অন্য কথা বলেছেন।
সৃজিত ও সুস্মিতার অহরহ মেলামেশা যা অনেককে ভাবতে বাধ্য করছে। যদিও সৃজিত জানিয়েছেন, সুস্মিতা তার ‘কাছের বন্ধু’। সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, তার সঙ্গে সৃজিতের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। আইনত তারা এখনও স্বামী ও স্ত্রী রয়েছেন। তবে দীর্ঘদিন কলকাতায় আসতে না পারার কারণ হিসেবে মিথিলা জানান, তিনি এখনও ভিসা পাননি।