বাবা-মায়ের সাথে নিজের ফুটবল টিমকে সাপোর্ট করতে হাজির রাহা

এখনো সে ফুটবল খেলার কিছুই বোঝে না। কিন্তু তাতে কী? বাবা রনবীর কাপুর এবং মা আলিয়া ভাটের সাথে নিজের ফুটবলের দলকে সাপোর্ট করতে রাহা হাজির মাঠে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫’।

হয়তো অনেকেই জানেন ‘মুম্বাই সিটি এফসি’র সহ-মালিক ও মালকিন হলেন রনবীর এবং আলিয়া। তাইতো নিজেদের দলকে উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছিলেন তারা। গত ৩০শে নভেম্বর ম্যাচ ছিল মুম্বাই এবং হায়দ্রাবাদের।

সে কারণেই উপস্থিত হতে দেখা গিয়েছে তাদের। এদিন রনবীর এবং রাহাকে মুম্বাই এফসি দলের জার্সি পরে দেখা গিয়েছে। অন্যদিকে আলিয়াকে ক্যাজ্যুয়াল পোশাকেই দেখা গিয়েছে এদিন। বিভিন্ন পাপারাজ্জিরর ক্যামেরায় বন্দী হয়েছিলেন তারা। কখনও দেখা যায় রাহা মাঠের মধ্যে মায়ের সাথে খুনসুটি করছেন।

আবার কখনো বাবার কোলে যাবে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছে। সবমিলিয়ে এদিন খোশমেজাজে দেখা গিয়েছে সকলকে। উল্লেখযোগ্য, এমন অনেক তারকারাই রয়েছেন যারা বিভিন্ন পোর্টস টিমের মালিক। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে কাবাডি টিমের মালিকও রয়েছেন বলিউডের বহু তারকারা।

সেরকমই রনবীর এবং আলিয়া মুম্বাই দলের সহ-সত্ত্বাধিকারী। উল্লেখযোগ্য, তারা কাজে যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের জন্য ঠিকই সময় বের করেন। কাজের ফাঁকে সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক। কখনো বিদেশে গিয়ে পরিবারের সকলের সাথে সময় কাটান আবার কখনো বাড়িতে একান্তে সময় কাটাতে দেখা যায় তাদের।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক