তার বয়স মাত্র দু’বছর তবে এখন থেকেই তার মধ্যে তারকাসুলভ বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। হয়তো উত্তরাধিকার সূত্রেই এমন বৈশিষ্ট্য পেয়েছে সে। হ্যাঁ! ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি আলিয়া ভাট এবং রনবীর কাপুরের একমাত্র কন্যা রাহা ভাট কাপুরের সম্পর্কে।
প্রত্যেকেই জানেন তার বাবা এবং মায়ের দুই পরিবারই বলিউডের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে। তাইতো ছোট থেকেই সে তারকাসুলভ আচরণ দেখেই বড় হয়েছে। সে কারণে এখন থেকেই তার মধ্যে সেই সব বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। যে ভিডিও সম্প্রতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
এয়ারপোর্টে সম্প্রতি বাবা-মায়ের সাথে দেখা গিয়েছে রাহাকে। যেখানে মায়ের কোলে বসে পাপারাজ্জিদের সাথে কথোপকথনে মেতে উঠেছিল সে। তাদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাকে এমনকি সকলকে বিদায় জানিয়ে চুম্বন ছুঁড়তেও দেখা গিয়েছে এই ক্ষুদেকে।
যা দেখে রীতিমতো হেসে কুপোকাত তার বাবা-মা। আসলে প্রথমদিকে ক্যামেরা, পাপারাজ্জি এসব দেখে একটু ভয় পেতো রাহা। তবে ধীরে ধীরে এসবের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে সে। এইতো বড়দিন উপলক্ষ্যেও সকলের সামনে বাবা-মায়ের সাথে হাজির হয়েছিল সে। সেখানেও প্রথমদিকে ইতস্তত করলেও শেষে ওই পরিবেশে নিজেকে মানিয়ে নেয়।
সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার এই ভিডিওটি দেখেও তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন খুব অল্প বয়স থেকেই তার মধ্যে তারকদের মতো আচরণ প্রকাশ পেতে শুরু করেছে। যা ভবিষ্যতে তার তারকা হওয়ার পথ অনেকটাই সুগম করে তুলবে।