টলিউডে যেমন নতুন সম্পর্ক তৈরির নানান গুঞ্জন শোনা যায় তেমনই সম্পর্ক ভাঙার নানান খবর প্রকাশ্যে চলে আসে। তেমনই কয়েক মাস আগে খবর শোনা গিয়েছিল টলি পাড়ার জনপ্রিয় দম্পতি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের বিয়ে নাকি ভাঙতে বসেছে। কিন্তু সেই খবর যে সত্যি নয় তা তারা একসঙ্গে থেকে প্রমাণ করে দিয়েছেন। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ।
এই খেলায় বরকে সঙ্গ দিতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রীতি। মাঠের বাইরে থেকে বরকে উৎসাহ দিয়েছেন রীতিমতো। প্রীতি বিশ্বাসকে শেষ দেখা গিয়েছে ‘বালিঝড়’ ধারাবাহিকে অভিনয় করতে। দীর্ঘদিন হয়েছে সেই ধারাবাহিক শেষ হয়েছে। তবুও তাকে এখনও স্ক্রিনে দেখা যাচ্ছে না। নতুন ধারাবাহিকে তাকে না দেখতে পেয়ে হতাশ দর্শকরাও।
তবে প্রীতিকে স্ক্রিনে না দেখতে পাওয়ার কারণ রয়েছে। কারণ তিনি এখন অন্তঃসত্ত্বা। জানা যাচ্ছে, অভিনেত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তাই পরিবারের নির্দেশে আপাতত শ্যুটিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি প্রসব করতে পারেন সন্তান। এমনটাই নাকি জানিয়েছেন তার চিকিৎসক।
গতবছর ফেব্রুয়ারি মাসে প্রীতি ও রাহুলের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায়। সম্পর্ক ভাঙার কারণ হিসেবে শোনা যায় তৃতীয় ব্যক্তির আগমন। ঘনিষ্ঠ সূত্রে খবর, রাহুল তার সহ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেইসময় প্রীতিকে এই বিষয়ে জিগ্যেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।
তবে বর্তমানে বেশ সুখে সংসার করছেন প্রীতি ও রাহুল। রাহুল বর্তমানে প্রীতির খেয়াল রাখছেন৷ প্রীতিকে কোনোরকম কাজকর্ম করতে দিচ্ছেন না বলেও জানান প্রীতি। প্রীতির কথায়, “ও নিজেও বাচ্চাসুলভ। নিজেই ভাবতে পারছে না ও বাবা হতে চলেছে। অনেক দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে। আমার সবরকম খেয়াল রাখে। কোনওসময় কিছু খাওয়ার ইচ্ছে হলে সেটি জোগাড় করে দেয় ও।”
আরও পড়ুন,
*পোষ্যদের জন্য রোজ রাঁধেন ১৮ কেজির ভাত, বৌবাজারে ভাঙাচোরা বাড়ি আঁকড়ে মালা
*চাঁদি পোড়া গরমেও এক ধাক্কায় কমবে বিদ্যুতের বিল, জানে রাখুন ৫ সহজ পদক্ষেপ