আর মাত্র কয়েক দিনের অপেক্ষায় তারপরেই বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর পরবর্তী সিনেমা ‘সন্তান’। তবে যেহেতু তিনি পরিবারের সাথে দার্জিলিংয়ে সময় কাটাচ্ছিলেন সেই কারণে এই সিনেমার প্রমোশন খুব একটা করতে পারেনি। তবে ফিরে এসেই চমকে দিলেন সকলকে।
অনেকে নাকি এমন বলছেন যে সোশ্যাল মিডিয়ায় সন্তানকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেটি ট্রেন্ডিংয়ে নেই। তবে এই বিষয়টি মানতে নারাজ রাজ চক্রবর্তী। যা একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দিলেন সকলকে। ভীষণই মজার ছলে একটি ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে।
যেখানে বলছেন, ‘দার্জিলিংয়ে ছিলাম বলে তোরা ভেবেছিস সন্তান উপরে নেই। সোশ্যাল মিডিয়া ভরে নেই? চল আজ মাঠে নামলাম। সন্তান সন্তান সন্তান! প্রোডিউসারের মাথায় হাত? যে সোশ্যাল মিডিয়ায় সন্তান নেই। আরে মনে রয়েছে সন্তান। জন্ম দিয়েছে সন্তান। আগামী ২০ তারিখ পর্যন্ত সবার মুখে শুধু এটাই চলবে।’
‘সন্তান সন্তান সন্তান! মারবে এখানে..’এরপরেই আবার শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, রাজ চক্রবর্তী একসাথে।’ যা দেখার পর বেশ মজা পেয়েছেন সকলে। প্রত্যেকের মুখে একটাই কথা এর থেকে ভালো প্রমোশন আর কিছু হয় না। উল্লেখ্য, আগামী ২০ তারিখ মুক্তি পেতে চলেছে সন্তান।
যেখানে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী প্রমুখ তারকারা। মূলত সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্কে টানাপোড়েন নিয়ে এই গল্প তৈরি হয়েছে। একমাত্র সন্তান বাবা-মাকে কীভাবে অবহেলিত, নিপীড়িত করে রাখে সেই কাহিনী ফুটে উঠবে।