একমাত্র কন্যার প্রথম জন্মদিন! একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন রাজ

আজ তার একমাত্র কন্যা এক বছর পূর্ণ করলো! সেই উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে পরিবারের সদস্যদের একগুচ্ছ ছবি।

সেরকমই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে কন্যা সন্তান ইয়ালিনির বেশ কয়েকটি অদেখা মুহূর্ত। আসলে ছেলে ইউভানের বেলায় হাসপাতাল থেকেই ছবি পোস্ট করেছিলেন রাজ। যদিও ইয়ালিনির বেলায় কিন্তু সেরকমটা করেননি তারা।

দীর্ঘ সময় পর মেয়েকে প্রকাশ্যে এনেছিলেন। আর এবার এক বছর উপলক্ষ্যে সেই হাসপাতালের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে কখনো সদ্যোজাত কন্যাকে হাসিমুখে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

কখনো সে দাদা ইউভানের কোলে রয়েছে, আবার কখনো ঠাম্মির কোলে। শুধু তাই নয় শুভশ্রী মাথার কাছে শোয়া অবস্থাতেও তাকে দেখা গিয়েছে। ছবিগুলি পোস্ট করে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার আদুরে মেয়ে।’ যা দেখার পর ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।

এক কথায় বলতে গেলে তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, ২০২০ সালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। তারা আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ছেলের বয়স ৩ বছর হলে তাকে খেলার সঙ্গী এনে দেবেন। সেই পরিকল্পনা মতোনই ২০২৩ সালে জন্ম দেন কন্যা সন্তানের। বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন তারা।