চুম্বনের মধ্যে দিয়ে নতুন বছরকে উদযাপন করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি, ভাইরাল সেই ছবি

২০২৪ পেরিয়ে নতুন বছরের আগমন ঘটেছে। এই নতুন বছরে গোটা বিশ্ব উদযাপনে মেতেছে। সকলে নিজের মতন করে আনন্দে মত্ত। কেউ কেউ বাজি ফাটিয়ে, আবার কেউ নিজেদের বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে কিংবা কেউ সঙ্গীর ঠোঁটে ঠোঁট রেখে। টলিউডের তারকা দম্পতি রাজ ও শুভশ্রী তৃতীয় পন্থাটি বেছে নিয়েছেন। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানালেন তারা।

আর তারা যখন চুম্বনে ডুব দিলেন, তখন গোটা আকাশ আলোয় আলোকিত হয়ে উঠল। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিলেন শুভশ্রী গাঙ্গুলি। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’। আর তারপরই নতুন বছরকে উদযাপন করতে রাজ ও শুভশ্রী পৌঁছে গেলেন ফুকেতে।

আলোর সমারোহে চুম্বনের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তারা। ছবিতে দেখা গিয়েছে, আকাশ জুড়ে আতশবাজির মেলা। তারই পিছনে সারি সারি মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যখন নতুন বছরের শুরু হলো সেইসময় চারিদিকে আতশবাজিতে ছেয়ে গিয়েছে। এমন সময় চুম্বনে ডুব দিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি।

তাদের দু’জনের পরনে ছিল সাদা রঙের পোশাক। নীল আকাশে সাদা তারার মতন ফুটে উঠেছে শুভশ্রীর পোশাক৷ আবার শুভশ্রীকে দেখা গিয়েছে রাজের সঙ্গে আলো দেখায় মত্ত রয়েছেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অনুগামীরা তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

যদিও শুধু এবার নয়, গতবছরও ঠিক একইভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজ ও শুভশ্রী। পরস্পরকে চুম্বন করার মধ্যে দিয়ে ফের ২০২৫ সালকে স্বাগত জানালেন তারা।

error: Content is protected !!