ধর্ম যার যার, বড়মা সবার! দীপাবলির রাত্রে নৈহাটির বড়মা’র পুজোয় হাজির রাজ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

সম্প্রতি কয়েক বছরে টলি পাড়ার তারকারা তাদের ছবি মুক্তির আগে পুজো দিতে হাজির হয়েছেন নৈহাটির বড়মার মন্দিরে। বড়মা সকলের মনের আশা পূরণ করেন। তিনি কাউকে ফেরান না। আর সেই টানেই প্রতি বছর কালী পুজোর দিন বড়মার পুজোয় দূরদূরান্ত থেকে আসেন লক্ষ লক্ষ পূণ্যার্থী। গতকাল এমন দিনে নৈহাটিতে বড়মার টানে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এদিন সাধারণ মানুষের মধ্যে নিজেদের মিশিয়ে বড়মার পুজোয় হাজির হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি।

সেই ছবি ও ভিডিও ক্যামেরাবন্দী হতে দেখা গিয়েছে। যেখানে রাজ ও শুভশ্রীকে দেখা গিয়েছে মেঝেতে বসে বড়মার বন্দনা করছেন। কিছুদিন আগে ‘ধূমকেতু’ মুক্তির প্রাক্কালে বড়মার মন্দিরে পুজো দিতে হাজির হন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের দীর্ঘদিন কথা বলা ও দেখাও বন্ধ ছিল। কিন্তু ছবি মুক্তির আগে তাদের সম্পর্কের সমীকরণ যেনো বদলে গিয়েছিল। তাই নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়লেও তারা ফের নিজেদের জায়গায় ফিরে গিয়েছেন।

বিনোদন
অপূর্ন রয়েগেছে একাধিক স্বপ্ন! কোন বিষয়গুলি নিয়ে উচ্ছ্বাসিত থাকতেন প্রয়াত অভিনেতা আসরানী?

তবে এদিন বড়মার পুজোয় আমজনতার মধ্যে মিশে গিয়ে নৈহাটি তে হাজির হন রাজ ও শুভশ্রী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পরনে গোলাপি রঙের শাড়ি ও মুখে সামান্য মেকাপে মেঝেতে বসে দেবী বন্দনা করছেন শুভশ্রী। স্ত্রী শুভশ্রীর পাশেই কালো রঙের কুর্তা পরে বসে রয়েছেন রাজ। তাদের ক্যামেরাবন্দী করার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সেলেব দম্পতিকে ঢাকের তালে হাততালি দিতে দেখা যাচ্ছে।

যদিও কালী পুজোর মরশুমে কলকাতায় ছিলেন না শুভশ্রী। কয়েকটি কালী পুজোর উদ্বোধন মিটিয়ে এদিন সোমবার কলকাতায় ফেরেন অভিনেত্রী। আর কলকাতা ফিরেই দীপাবলির রাত্রে ছেলে, মেয়ে ও স্বামীকে নিয়ে উৎসব উদযাপনের সেই মিষ্টি মূহুর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। রাজ ও শুভশ্রী আধ্যাত্মিক মানুষ। তাদের ফ্ল্যাট কিংবা স্টুডিওতে নানান পুজো হয়। শুভশ্রী ও রাজকে সেই পুজো নিষ্ঠা ভরে পালন করতে দেখা যায়। এদিন তাই বড়মার উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন নৈহাটি।

বিনোদন
Parambrata: পিয়া ও নিষাদের সাথে আলোয় মোড়া দীপাবলি! দেখুন কীভাবে কাটলো পরমের কালীপুজো

#naihatibarama #rajsubhashree

error: Content is protected !!