Raj-Yalini: একমাত্র মেয়ে ইয়ালিনীর (Yalini) জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে তুললেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। এদিন মেয়ের সাথে আদুরে মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যার দ্বারা বুঝিয়ে দিয়েছেন তার মেয়ে তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের ৩০শে নভেম্বর জন্মেছিল ইয়ালিনী।
রাজ এবং শুভশ্রী আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন ছেলের যখন তিন বছর বয়স হবে তখন তাকে খেলার সঙ্গী হিসেবে ভাই বা বোন এনে দেবেন। সেইমতোই দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম নেয় ইয়ালিনী। দেখতে দেখতে তার দু’বছর বয়স হয়ে গেল। এই বিশেষ দিনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন রাজ।
ছবিতে দেখা যাচ্ছে কখনো তিনি তার মেয়ের পা মাথায় ঠেকিয়ে রেখেছেন, আবার কখনো তার সাথে খেলায় মেতে উঠেছেন। সবমিলিয়ে বলতে গেলে মেয়ের সাথে ভীষণই আদুরে সময় কাটাতে দেখা যায় রাজকে। আসলে বাবাদের সাথে মেয়েদের সম্পর্ক অনেক বেশি গভীর হয়ে থাকে।
একজন বাবার জীবনে তার কন্যা সন্তানের গুরুত্ব অপরিসীম। সেরকমটাই হয়েছে রাজের ক্ষেত্রে। এদিন ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ইয়া মা।’ যা দেখার পর ইয়ালিনীকে ভালোবাসা জানিয়েছেন অন্যান্য ভক্তরাও। এছাড়া ভাইরাল ছবিগুলি।
উল্লেখযোগ্য, দুই সন্তানকে নিয়ে ভরা সংসার রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর। সন্তান নিয়েও যে কর্মক্ষেত্রে দাপিয়ে কাজ করা যায় তা বুঝিয়ে দিয়েছেন এই জুটি। কখনোই কিছুর সাথে আপোষ করেননি তারা বরং মাতৃত্ব-পিতৃত্ব উপভোগ করছেন ভরপুর। একইসাথে কর্মক্ষেত্রে একের পর এক সাফল্য লাভ করে চলেছেন।
#Raj #Yalini