একমাত্র ছেলে ইউভানের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়া তুলে ধরলেন পরিচালক রাজ চক্রবর্তী! যা দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কর্মজীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন কীভাবে পরিবারের সাথে আদুরে সময় কাটাতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই দম্পতি।
যার ঝলক আমরা মাঝেমধ্যে দেখতে পাই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছেলে ইউভান হোক বা মেয়ে ইয়ালিনী, প্রত্যেকের সাথে মিষ্টি মুহূর্তের দৃশ্যগুলি তারা ভাগ করে নেন সকলের সাথে। দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ করলো ইউভান। প্রত্যেক বাবা-মায়ের কাছে এই দিনটি ভীষণই আনন্দের।
কারণ, শৈশব থেকে ধীরে ধীরে কৈশোরের দিকে পা রাখছে ইউভান। হইহুল্লোড় করে এই দিনটি উদযাপন করেছেন ‘রাজশ্রী’ জুটি। এদিন অনুষ্ঠানের জায়গাটি সাজানো হয়েছিল নীল বেলুন দিয়ে। কচিকাঁচাদের নিয়ে মেতে উঠেছিলেন শুভশ্রী। এদিন তাকে দেখা দিয়েছেন নীল রঙের একটি গাউন পরিহিত অবস্থায়।
অন্যদিকে ছেলের কেক কাটার সময় মেয়েকে কোলে নিয়ে সবটা উপভোগ করেছেন রাজ। জন্মদিন মানেই থাকবে খাওয়াদাওয়া। এদিন কিন্তু ডায়েট মানেননি শুভশ্রী। কেক থেকে ফুচকা সবই খেয়েছেন তিনি। আর এই বিশেষ ছবিগুলি পোস্ট করে রাজ লিখেছেন, ‘এটা ছিলো আমার জানের পঞ্চম জন্মদিন।’
উল্লেখ্য, রাজ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী প্রোজেক্ট ‘হোক কলরব’এর শ্যুটিং নিয়ে। একগুচ্ছ নতুন মুখ দেখা যাবে এই সিনেমায়। অন্যদিকে শুভশ্রীকে শেষবার দেখা গিয়েছে ‘ধূমকেতু’তে। যেটিকে ঐতিহাসিক সফল করেছেন ভক্তরা। ইতিমধ্যেই নতুন কাজের এক ঝলকও দেখিয়ে দিয়েছেন ভক্তদের।

